Samsung to launch Galaxy A series in March | মার্চেই বাজারে আসতে চলেছে Samsung-এর নতুন গ্যালাক্সি A সিরিজ ফোন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
iPhone SE 3 টেক্কা দিতে এ মাসের শেষেই আসতে পারে Samsung-এর Galaxy স্মার্টফোনের নতুন সিরিজ
Samsung to launch Galaxy A series in March: অ্যাপলকে টেক্কা দিতে এ মাসের শেষেই আসতে পারে Samsung-এর Galaxy স্মার্টফোনের নতুন সিরিজ। গত কাল ৮ মার্চ Apple লঞ্চ করেছে তাদের নতুন iPhone SE। সোমবার এক সূত্রে খবর পাওয়া গিয়েছে, Samsung-এর মিড-লো স্তরের Galaxy A সিরিজ আসতে চলেছে। এই সিরিজে থাকছে A73, A53, A33 এবং A23-এর মতো নানা ধরনের মডেল। সংস্থার তরফে জানা গিয়েছে সাধ্যের মধ্যে cutting-edge ফোনের সম্ভাব নিয়ে আসতে চলেছে স্যামসাং।
ইতিমধ্যেই গত কাল ৮ মার্চ Apple তাদের iPhone SE-র পরবর্তী ভার্সন লঞ্চ করেছে। এ বছরের প্রথম প্রোডাক্ট ইভেন্টের দিকে নজর ছিল সকলেরই। অপেক্ষাকৃত সুলভ iPhone-এর দিকেই তাকিয়ে ছিলেন সকলে। iPhone SE (second generation)-এর দাম শুরু হয় ৩৯৯ ডলার থেকে। এতে পাওয়া যায় ৪.৭ ইঞ্চি ডিসপ্লে, Apple-এর A13 চিপ।
advertisement
advertisement
এ দিকে স্যামসাংয়ের Galaxy A73-এ থাকতে পারে Qualcomm-এর Snapdragon 750G প্রযুক্ত। ৬.৭ ইঞ্চি স্ক্রিন এবং সুপার AMOLED ডিসপ্লে। বিশ্বের সর্ব বৃহদ স্মার্টফোন উৎপাদক সংস্থা Samsung তাদের Galaxy A72 এবং A52 মডেল দু’টি আনতে চলেছে এ মাসের শেষে। অনলাইনেই এই A সিরিজ ফোনগুলির introduction করতে চাইছে সংস্থা। সে ক্ষেত্রে বলাই যায়, এ ধরনের বৃহদ introduction event এই প্রথম।
advertisement
স্যামসাংয়ের A সিরিজকে স্মার্টফোনের বাজারে লড়াই করতে হবে একাধিক চিনা সংস্থার সঙ্গে। মূলত mid-low রেঞ্জের এই ফোনগুলি কম দামে ক্রেতার হাতে তুলে দেয় নানা ধরনের ফিচার।
এর আগে স্যামসাংয়ের A12 স্মার্টফোন রিলিজ করেছিল ২০২০ সালের ডিসেম্বর মাসে। গত বছর এটিই ছিল বিশ্বের সব থেকে বেশি বিক্রিত স্মার্টফোন। মোবাইল ফোনের বাজারে এই ফোনের ৫১.৮ মিলিয়ন বিক্রি স্যামসাংকে এক নম্বরে তুলে এনেছিল। এটিই ছিল স্যামসাংয়ের প্রথম ফোন যা এক বছরে ৫০মিলিয়ন বিক্রিকে ছাপিয়ে গিয়েছিল। ফলে A সিরিজের নতুন ফোনগুলি নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তৈরি হবে সেটা স্বাভাবিক।
Location :
First Published :
March 09, 2022 4:41 PM IST