120Hz ডিসপ্লে, প্রসেসর৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল Samsung Galaxy F23
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Samsung Galaxy F23 ফোনের দাম ও সকল স্পেসিফিকেশনগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Samsung Galaxy F23: ভারতে আসছে Samsung-এর Qualcomm SoC প্রযুক্তিতে তৈরি প্রথম Galaxy F সিরিজ ফোন। F-সিরিজ স্মার্টফোনের দুনিয়ায় সর্বশেষ সংযোজন হতে চলেছে Galaxy F23। চেহারায় অবশ্য Galaxy M52 (5G)-ফোনটির মতোই দেখতে এই নতুন স্মার্ট ফোনকে। গত বছর এ দেশে আত্মপ্রকাশ করেছিল Galaxy M52 (5G)।
Galaxy F23-এর অন্য মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ৬ GB পর্যন্ত RAM, ট্রিপল রিয়ার ক্যামেরা, ভার্চুয়াল RAM এক্সপ্যানশন এবং ১২০ Hz ডিসপ্লে। Samsung F-সিরিজের স্মার্টফোনগুলি বড় ব্যাটারির জন্য পরিচিত। ব্যতিক্রম নয় নতুন সদস্যটিও। Galaxy F23-তেও রয়েছে ৫,০০০mAh ব্যাটারি।
ঠিক কেমন হবে Galaxy F23 —
কী কী রয়েছে এই নতুন ফোনে? Samsung Galaxy F23-তে রয়েছে একটি ৬.৬-ইঞ্চি full-HD+ ডিসপ্লে, সেই সঙ্গে Corning Gorilla Glass 5-এর সুরক্ষা এবং ১২০ Hz রিফ্রেশ রেট।
advertisement
advertisement
সেলফি ক্যামেরার জন্য থাকছে বিশেষ waterdrop-style notch। কেনার সময় গ্রাহক পছন্দ করে নিতে পারবেন নীল (Aqua Blue) ও সবুজ (Forest Green) রঙের যে কোনও একটি।
Snapdragon 750G SoC প্রযুক্তিতে তৈরি এই স্মার্টফোনটির চিপসেট প্রাথমিক ভাবে এন্ট্রি-লেভেল মিড-বাজেট ফোনগুলির জন্য ডিজাইন করা হয়েছিল। এই চিপসেটেই চলে OnePlus Nord CE 5G, Fairphone 4 ইত্যাদি৷
advertisement
Samsung Galaxy F23-এর পিছনের ক্যামেরা সেটআপে একটি ৫০ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল (১২৩ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড), এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার রয়েছে। সামনে, সেলফির জন্য রয়েছে একটি ৮ মেগাপিক্সেল শ্যুটার।
Galaxy F23 স্মার্টফোনে থাকছে 5G কানেক্টিভিটি-সহ Wi-Fi, ব্লু-টুথ, GPS/ A-GPS, NFC, USB Type-C, একটি 3.5mm হেডফোন জ্যাক এবং 4G LTE। ২৫W দ্রুত চার্জ সাপোর্ট ও ৫,০০০mAh-এর একটি ব্যাটারি বহন করে।
advertisement
ভারতে এর দাম কত ?
Galaxy F23 নীল এবং সবুজ রঙে বেসিক ৪ GB RAM + ১২৮ GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য দাম পড়বে, ১৭,৪৯৯ টাকা। অন্যদিকে ৬ GB RAM + ১২৮ GB ফোনের দাম পড়বে ১৮,৪৯৯ টাকা।
advertisement
তবে introductory price হিসাবে ৪GB + ১২৮ GB ভেরিয়েন্টের দাম পড়বে ১৪,৯৯৯ টাকা এবং ৬ GB + ১২৮ GB ভেরিয়েন্টের দাম পড়বে ১৫,৯৯৯ টাকা। এর সঙ্গে ICICI ব্যাঙ্কের কার্ড থাকলে মিলবে ১০০০ টাকার ব্যাঙ্ক ক্যাশব্যাক।
Galaxy F23 5G আগামী ১৬ মার্চ থেকে Samsung.com, Flipkart.com এবং নির্বাচিত খুচরো দোকানে পাওয়া যাবে।
Location :
First Published :
March 10, 2022 11:15 AM IST