Samsung ‘Fab Grab Fest’: আকর্ষণীয় দামে গ্যাজেট কেনার সুবর্ণ সুযোগ, হাত ছাড়া করবেন না
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Samsung Fab Grab Fest: এই ফেস্টভ্যাল চলবে মে মাসের ৮ তারিখ পর্যন্ত
Samsung Fab Grab Fest: জনপ্রিয় কোম্পানি Samsung শুরু করেছে তাদের ‘Fab Grab Fest'। Samsung-এর এই ফেস্টভ্যাল শুরু হয়েছে মে মাসের ১ তারিখ থেকে এবং চলবে মে মাসের ৮ তারিখ পর্যন্ত। Samsung-এর এই উৎসবে আসলে পাওয়া যাবে কোম্পানির বিভিন্ন ধরনের স্মার্টফোন, ল্যাপটপ, টিভি ইত্যাদি আকর্ষণীয় কম দামে। এ ছাড়াও থাকছে বিভিন্ন ধরনের ক্যাশব্যাক অফার। এই বিশেষ সুবিধা পাওয়া যাবে একদিকে যেমন স্যামসাং-সহ অন্য ওয়েবসাইটে, তেমনই পাওয়া যাবে বিভিন্ন অফলাইন স্টোরেও।
Samsung-এর ‘Fab Grab Fest'-এ প্রায় ৬০ শতাংশ ছাড় পাওয়া যাবে Samsung স্মার্ট টিভিতে। এর মধ্যে রয়েছে ফ্ল্যাগশিপ Neo QLED, Crystal 4K UHD টিভি। এ ছাড়াও এই ফেস্টে প্রায় ৫৭ শতাংশ ছাড় পাওয়া যাবে Samsung-এর ডিজিটাল অ্যাপ্লায়েন্সের উপরে। যার মধ্যে রয়েছে, উইন্ড ফ্রি এয়ার কন্ডিশনার, টুইন কুলিং প্লাস ডবল ডোর রেফ্রিজিরেটর, কার্ড মায়েস্ট্রো ডাবল ডোর রেফ্রিজিরেটর এবং ওয়াশিং মেশিন। Samsung-এর শপ অ্যাপের মাধ্যমে কোন গ্রাহক যদি প্রথম শপিং করেন তাহলে প্রায় সাড়ে চার হাজার টাকা ছাড় পাওয়া যাবে। এ ছাড়াও এই ফেস্টে পাওয়া যাবে Samsung-এর বিভিন্ন ধরনের ফোন আকর্ষণীয় কম দামে। এক নজরে দেখে নিন Samsung-এর ‘Fab Grab Fest' এ কোন কোন জিনিসের উপরে রয়েছে কী ধরনের অফার।
advertisement
advertisement
মোবাইলের উপর পাওয়া যাবে প্রায় ৫০ শতাংশ ছাড়। এর মধ্যে রয়েছে Galaxy S22, Galaxy S20 FE, Galaxy M53 5G, Galaxy M33 5G, Galaxy M32, Galaxy F22।
advertisement
ল্যাপটপের উপরে পাওয়া যাবে প্রায় ১৬ শতাংশ ছাড়। Samsung Galaxy Book 2 ল্যাপটপের উপরে পাওয়া যাবে এই ছাড়।
ট্যাবলেট, অ্যাকসেসারিজ এবং অন্যান্য প্রডাক্টের উপরে পাওয়া যাবে প্রায় ৫০ শতাংশ ছাড়। এর মধ্যে রয়েছে Galaxy Tab S8, Galaxy Tab A8, Watch4, Buds Pro।
টিভির উপরে পাওয়া যাবে প্রায় ৬০ শতাংশ ছাড়। এর মধ্যে রয়েছে Crystal 4K UHD, Neo QLED।
advertisement
Samsung এর ‘Fab Grab Fest' এ বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে পাওয়া যাবে প্রায় ২০ শতাংশ ক্যাশব্যাক অফার। এর মধ্যে রয়েছে HDFC Bank, ICICI Bank, SBI। এ ছাড়াও রয়েছে আরও বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার।
Location :
First Published :
May 03, 2022 3:41 PM IST