Redmi Note 12 4G: বাজেট ফোনের রাজা! ১৫ হাজারের কমেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, AMOLED ডিসপ্লে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Redmi Note 12 4G: ফলে যাঁরা ভাল মানের ফোন কিনতে চান কম বাজেটে তাঁদের জন্য এটি সেরা বিকল্প হতেই পারে।
ভারতের বাজারে লঞ্চ করেছে Redmi Note 12 4G। এক কথায় বলতে গেলে এই ফোনকে বাজেটের রাজা বলে অভিহিত করাই যায়। কারণ Redmi-এর এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং AMOLED ডিসপ্লে। অথচ দাম ১৫ হাজার টাকার কম। ফলে যাঁরা ভাল মানের ফোন কিনতে চান কম বাজেটে তাঁদের জন্য এটি সেরা বিকল্প হতেই পারে। জেনে নেওয়া যাক বিস্তারিত—
আসলে এটি Redmi-র Note 12 সিরিজের নতুন মডেল। এই সিরিজের আরও তিনটি মডেল ইতিমধ্যেই লঞ্চ করা হয়েছে। এটি সংস্থার একটি বাজেট সেগমেন্ট ফোন। এতে রয়েছে Qualcomm Snapdragon 685 প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরার মত ফিচার।
আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ
Redmi Note 12 4G-এর ৬জিবি + ৬৪জিবি ভেরিয়েন্টের দাম ধার্য করা হয়েছে ১৪,৯৯৯ টাকা এবং ৬জিবি + ১২৮জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা। এছাড়াও গ্রাহকরা যদি ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন তবে পেতে পারেন এক হাজার টাকা ছাড়।
advertisement
advertisement
Redmi Note 12 4G ফোনটি পাওয়া যাচ্ছে কালো, নীল এবং সোনালি রঙের মডেলে। গ্রাহকরা আগামী ৬ এপ্রিল দুপুর ১২টার পর থেকে এই ফোনটি কিনতে পারবেন। এটি Redmi-র নিজস্ব ওয়েবসাইট, Amazon এবং খুচরা দোকান থেকে বিক্রি করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - দেওয়াল থেকে কতটা দূরে রাখতে হয় ফ্রিজ? ৯৯% মানুষ সঠিক তথ্য জানেন না
এতে রয়েছে ডুয়াল-সিম সাপোর্ট। Android 13 ভিত্তিক MIUI 14 দ্বারা চালিত এই ফোনে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেট, একটি ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি + (২৪০০ x ২০৮০ পিক্সেল) সুপার AMOLED ডিসপ্লে রয়েছে।
advertisement
Redmi Note 12 4G-এ রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 প্রসেসর, সঙ্গে রয়েছে Adreno ৬১০ GPU এবং ৬জিবি RAM রয়েছে।
ফোটোগ্রাফির জন্য ফোনের পিছনে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটিতে রয়েছে ৫,০০০mAh ব্যাটারি, যা ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2023 4:49 PM IST