Redmi Note 11 Pro 4G না Motorola Moto G71 5G? কোনটা কিনবেন? জেনে নিন ফিচার-সহ সব খুঁটিনাটি

Last Updated:

Redmi Note 11 Pro 4G vs Motorola Moto G71 5G: এক নজরে দেখে নেওয়া যাক, এই দুটি ফোনের ফিচারে কী কী পার্থক্য রয়েছে।

Redmi Note 11 Pro 4G vs Motorola Moto G71 5G: Redmi Note 11 Pro 4G এবং Motorola Moto G71 5G দু'টি ফোনই উন্নত এবং আধুনিক হলেও এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক, এই দুটি ফোনের ফিচারে কী কী পার্থক্য রয়েছে।
Redmi Note 11 Pro 4G ফোনের ফিচার–
Redmi Note 11 Pro 4G ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি (HD) এলসিডি (LCD) ডিসপ্লে, ৯০ হার্ৎজ (HZ) রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট (Qualcomm Snapdragon 680 Chipset), কোয়াড রিয়ার ক্যামেরা, যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শ্যুটার যুক্ত, ৫০০০ এমএএইচ (mAh) ব্যাটারি। এছাড়াও এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ (Android 11) অপারেটিং সিস্টেম।
advertisement
advertisement
এর পাশাপাশি Redmi Note 11 Pro 4G ফোনে রয়েছে এমআইইউআই ভার্সন, ৫০০০এমএএইচ (mAh) ব্যাটারি এবং ৩৩ ডব্লিউ (33W) ফাস্ট চার্জিং। Redmi Note 11 Pro 4G ফোনে রয়েছে ড্যুয়াল ক্যামেরা সেট-আপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। ফোনের ফ্রন্টে রয়েছে সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। তাছাড়াও থাকছে ৩.৫ এমএমের (MM) হেডফোন জ্যাক, যা স্টিরিও স্পিকার সেট-আপ যুক্ত।
advertisement
Motorola Moto G71 5G ফোনের ফিচার –
Motorola Moto G71 5G ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে, যা পি-ওলেড (P-OLED) প্রযুক্তি যুক্ত। এই ফোনে রয়েছে ফুল এইচডি রেজোলিউশন, যার ইমেজ রিফ্রেশ রেট ১৪৪ হার্ৎজ (Hz)। সেই সঙ্গে থাকছে ২০০ মেগাপিক্সেলের স্যামসাং এস৫কেএইচপি১ (Samsung S5KHP1) সেন্সর। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের স্যামসাং এস৫কেজেএন১এসকিউ০৩ (Samsung S5KJN1SQ03) আলট্রা-ওয়াইড লেন্স এবং ১২ মেগাপিক্সেলের আইএমএক্স৬৬৩ (IMX663) সেন্সরযুক্ত ক্যামেরা। এছাড়াও এই ফোনে রয়েছে ৬০ মেগাপিক্সেলের ওমনিভিসন ওভি৬০এ (OmniVision OV60A) সেলফি ক্যামেরা। এই একই সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে Motorola Edge X30 ফোনেও।
advertisement
মোটোরোলা সংস্থার এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ (Qualcomm Snapdragon 8) জেনারেশন ১ চিপসেট। Motorola Moto G71 5G ফোনে রয়েছে ৮ জিবি এবং ১২ জিবির র‍্যাম। Motorola Moto G71 5G ফোনে রয়েছে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। Motorola Moto G71 5G ফোনে রয়েছে ১২৫ডব্লিউ (125W) চার্জ, যা টাইপ-সি (Type-C) পোর্ট এবং ৫০ডব্লিউ (50W) ওয়্যারলেস যুক্ত। আর এর পাশাপাশি, Motorola Moto G71 5G ফোনে আছে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Redmi Note 11 Pro 4G না Motorola Moto G71 5G? কোনটা কিনবেন? জেনে নিন ফিচার-সহ সব খুঁটিনাটি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement