Redmi Note 11 Series: ভারতে Redmi Note 11 সিরিজের ফোন পাওয়া যাবে খুবই কম দামে। স্টোরেজ অনুযায়ী Redmi Note 11 ফোনের দাম কিছুটা বদলাতে পারে। Redmi Note 11 ফোনের ৪ জিবি (GB) র্যাম (RAM) এবং ৬৪ জিবি স্টোরেজের মডেল পাওয়া যাবে প্রায় ১৩,৫০০ টাকায়। Redmi Note 11 ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের মডেল পাওয়া যাবে প্রায় ১৫,০০০ টাকায়। Redmi Note 11 ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের মডেল পাওয়া যাবে প্রায় ১৭,২০০ টাকায়।
Redmi Note 11S ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে ৯ ফেব্রুয়ারি। Redmi Note 11S ফোনের ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের মডেল পাওয়া যাবে প্রায় ১৮,৭০০ টাকায়। Redmi Note 11S ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের মডেল পাওয়া যাবে প্রায় ২০,১০০ টাকায়। Redmi Note 11S ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের মডেল পাওয়া যাবে প্রায় ২২,৫০০ টাকায়।
আরও পড়ুন - লঞ্চের আগেই লিক হল Redmi 10A এবং Redmi 10C ফোনের দাম। ফিচার কেমন হতে পারে?
Redmi Note 11 Pro 4G ফোনের ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের মডেল পাওয়া যাবে প্রায় ২২,৫০০ টাকায়। Redmi Note 11 Pro 4G ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের মডেল পাওয়া যাবে প্রায় ২৪,৭০০ টাকায়। Redmi Note 11 Pro 4G ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের মডেল পাওয়া যাবে প্রায় ২৬,২০০ টাকায়।
Redmi Note 11 Pro 5G বেসিক ভ্যারিয়েন্টের মডেল পাওয়া যাবে প্রায় ২৪,৭০০ টাকায়। Redmi Note 11 Pro 5G মিড ভ্যারিয়েন্টের মডেল পাওয়া যাবে প্রায় ২৬,২০০ টাকায়। Redmi Note 11 Pro 5G টপ ভ্যারিয়েন্টের মডেল পাওয়া যাবে প্রায় ২৮,৫০০ টাকায়।
Redmi Note 11 সিরিজের ফোনের ফিচার -
Redmi Note 11 ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি (HD) এলসিডি (LCD) ডিসপ্লে, ৯০ এইচজেড (HZ) রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট (Qualcomm Snapdragon 680 Chipset), কোয়াড রিয়ার ক্যামেরা যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শ্যুটার যুক্ত, ৫০০০ এমএএইচ (mAh) ব্যাটারি।
আরও পড়ুন - দারুন অফার, ১২০০০ টাকার ছাড়ে পাওয়া যাচ্ছে আইফোন
Redmi Note 11S ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি এলসিডি ডিসপ্লে, ৯০ এইচজেড রিফ্রেশ রেট, মিডিয়াটেক হেলিও জি৯৬ চিপসেট (MediaTek Helio G96 Chipset), ৫০০০ এমএএইচ ব্যাটারি।
Redmi Note 11 Pro 5G ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে, ১২০ এইচজেড রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট, ৫০০০ এম এ এইচ ব্যাটারি।
Redmi Note 11 Pro 4G ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে, ১২০ এইচজেড রিফ্রেশ রেট, মিডিয়াটেক হেলিও জি৯৬ চিপসেট, ৫০০০ এম এ এইচ ব্যাটারি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Redmi, Redmi Note, Tech news