Realme GT 2 Pro Review: গ্রাহকের মনে কতটা দাগ কাটবে Realme GT 2 Pro
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Realme GT 2 Pro ফোনের দাম হল প্রায় ৫০,০০০ টাকার মতো। এক নজরে দেখে নিন Realme GT 2 Pro ফোনের স্পেসিফিকেশন
Realme GT 2 Pro Review: Realme GT 2 Pro ফোন হল Realme কোম্পানির প্রথম প্রিমিয়াম স্মার্টফোন। ভারতের বাজারে Realme GT 2 Pro ফোনের দাম হল প্রায় ৫০,০০০ টাকার মতো। এক নজরে দেখে নিন Realme GT 2 Pro ফোনের রিভিউ।
Realme GT 2 Pro ফোনের ডিজাইন -
Realme GT 2 Pro ফোনে ব্যবহার করা হয়েছে পেপার টাচ ডিজাইন এবং এটি হল একটি জিটি ২ প্রো স্মার্টফোন। এই পেপার টাচ ফিনিশ থাকার জন্য খুব সহজেই পরিষ্কার করা সম্ভব ফোনের উপরের নোংরা। Realme GT 2 Pro ফোনের ওজন ২০০ গ্রামেরও কম, এর ফলে খুব সহজেই এক হাতে বহন করা সম্ভব। কিন্তু, Realme GT 2 Pro ফোন কভার ছাড়া ব্যবহার করলে কিছুটা হলেও ঝুঁকি থেকে যায়। Realme GT 2 Pro ফোনের ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ইনোভেটিভ টাচ।
advertisement
advertisement
Realme GT 2 Pro ডিসপ্লে -
Realme GT 2 Pro ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ২ কে স্ক্রিন রেজোলিউশন এবং ১২০এইচজেড রিফ্রেশ রেট। এর ফলে Realme GT 2 Pro ফোন দিনের আলোতে দেখতেও অসুবিধা হয় না। অ্যামোলেড প্যানেল হওয়ার জন্য Realme GT 2 Pro ফোনে ভিডিও খুব ভালো ভাবে দেখা যায়। Realme GT 2 Pro ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে করনিং গরিলা গ্লাস যা ভিক্টাস প্রোটেকশন যুক্ত। এর ফলে Realme GT 2 Pro ফোনের ডিসপ্লেতে খুব সহজেই কোনও ধরনের দাগ লাগার সম্ভাবনা কম।
advertisement
আরও পড়ুন - এই নতুন ম্যালওয়্যার মারাত্মক বিপজ্জনক! এক নজরে দেখে নিন সুরক্ষার উপায়
Realme GT 2 Pro ফোনের হার্ডওয়্যার -
Realme GT 2 Pro ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ফ্ল্যাগশিপ এসওসি। Realme GT 2 Pro ফোনে রয়েছে ৮জিবি RAM এবং ১২জিবি RAM অপশন। Realme GT 2 Pro ফোনে গেম খেলার জন্য ব্যবহার করা হয়েছে ভালো গ্রাফিক্স সেটিং। ৫০০০ এমএএইচ ব্যাটারিতে থাকছে ৬৫ডাবলু ফাস্ট চার্জ।
advertisement
Realme GT 2 Pro ফোনের ক্যামেরা -
Realme GT 2 Pro ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর যা ওআইএস যুক্ত, ৫০ মেগাপিক্সেলের সেন্সর যা আলট্রা ওয়াইড লেন্স যুক্ত এবং ৩ মেগাপিক্সেলের মাইক্রোস্কোপিক সেন্সর।
আরও পড়ুন - সস্তায় নতুন স্মার্টফোন কিনতে চান ? জুন মাসেই লঞ্চ হতে চলেছে একগুচ্ছ নতুন ফোন, রইল তারই সুলুক সন্ধান
Realme GT 2 Pro ফোনের সফটওয়্যার -
advertisement
Realme GT 2 Pro ফোনের সবথেকে বড় চ্যালেঞ্জ হল এই ফোনের সফটওয়্যার। কারণ Realme GT2 Pro ফোনে রয়েছে Realme UI প্ল্যাটফর্ম। কিন্তু, মনে করা হচ্ছে কোম্পানির তরফে নতুন সফটওয়্যার নিয়ে কাজ করা হচ্ছে। Realme GT 2 Pro ফোনে অনেকখানি ব্লোটওয়্যার ইস্যু দেখা গিয়েছে।
সুতরাং, বলাই যায় এই দামের মধ্যে Realme GT 2 Pro ফোন বেশ ভাল প্রিমিয়াম সেগমেন্টের ফোন। কারণ এর মধ্যে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম সেগমেন্টের উন্নত ও আধুনিক ফিচার।
Location :
First Published :
June 04, 2022 11:25 AM IST