শুরু হয়ে গিয়েছে Realme ৫ অ্যানিভার্সারি সেল; কোন ফোনের দাম কতটা পড়ল ?
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ৫ম অ্যানিভার্সারি সেল চলছে, যেখান থেকে ধামাকা অফারের সুবিধা পাওয়া যাবে। Realme-র এই অফারে বিভিন্ন ফোনের উপরে দেওয়া হচ্ছে ধামাকা ছাড়।
যাঁরা একটি নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য রয়েছে একটি বিশাল সুখবর। কারণ জনপ্রিয় কোম্পানি Realme নিয়ে এসেছে একটি দারুণ অফার। Realme-র এই ধামাকা অফারে তাদের কোম্পানির বিভিন্ন ধরনের ফোনের উপরে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। আসলে Realme কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ৫ম অ্যানিভার্সারি সেল চলছে, যেখান থেকে ধামাকা অফারের সুবিধা পাওয়া যাবে। Realme-র এই অফারে বিভিন্ন ফোনের উপরে দেওয়া হচ্ছে ধামাকা ছাড়।
Realme-র ৫ম অ্যানিভার্সারি সেল ১ মে থেকে শুরু হয়েছে। এই সেলের মধ্যে কোম্পানির বিভিন্ন দামের পণ্য খুব কম দামে গ্রাহকদের জন্য উপলব্ধ করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের অতিরিক্ত অফারও পাওয়া যাচ্ছে, যার মধ্যে রয়েছে ফ্ল্যাশ সেল, লাকি ড্র এবং নতুন ব্যবহারকারীদের জন্য উপহারের মতো অফার। এছাড়াও Realme-র ৫ম অ্যানিভার্সারি সেলে বিভিন্ন ধরনের ফোনের উপরে পাওয়া যাচ্ছে ধামাকা ছাড়। এক নজরে দেখে নেওয়া যাক সেলে কোন ফোনের উপরে কী ধরনের ছাড় পাওয়া যাচ্ছে।
advertisement
আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?
ফোন অফারের কথা বললে, Realme Narzo N55 ফোন ১০,৯৯৯ টাকার প্রাথমিক মূল্যে এই সেল থেকে বাড়িতে আনা যেতে পারে। বিশেষ বিষয় হল ICICI ব্যাঙ্কের অধীনে গ্রাহকরা এতে ৭৫০ টাকার তাৎক্ষণিক ছাড় পেতে পারেন।
advertisement
advertisement
Reality C55 ফোন ১০,৯৯৯ টাকার প্রাথমিক মূল্যে কেনা যাবে। এতে গ্রাহকদের ICICI ব্যাঙ্ক কার্ডে ১০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এতে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৮ জিবি পর্যন্ত র্যাম।
Realme Narzo 50A Prime ফোনের দাম ১১,৪৯৯ টাকার পরিবর্তে ৮,৯৯৯ টাকায় গ্রাহকদের জন্য উপলব্ধ করা হয়েছে। এতে ২৫০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।
advertisement
আরও পড়ুন – এই ৫টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম
Realme Narzo 50i Prime ফোন ৭,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৬,৪৯৯ টাকায় বাড়িতে আনা যাবে। এর উপর ১৫০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।
প্রিমিয়াম রেঞ্জে ছাড় –
Realme 10 ফোনেও ভাল ডিসকাউন্ট পাওয়া যাবে। ১৩,৯৯৯ টাকার পরিবর্তে, গ্রাহক এটি মাত্র ১২,৪৯৯ টাকায় বাড়িতে আনতে পারবে। এর উপর ১৫০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। কম্বো অফারের মাধ্যমেও এটি কেনা যাবে।
advertisement
প্রিমিয়াম রেঞ্জের ফোন সম্পর্কে বলতে গেলে, Realme GT Neo 3T ৮০W ফোন ২৯,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১৯,৯৯৯ টাকায় বাড়িতে আনা যেতে পারে। এতে ১২,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2023 12:47 PM IST