নজরকাড়া লুক, দুর্দান্ত ফিচার-সহ নভেম্বরেই আসছে Realme 10 সিরিজ, জেনে নিন খুঁটিনাটি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Realme কোম্পানি আগামী ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বরের মধ্যে নিজেদের Realme 10 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য খুঁটিনাটি
Realme 10 Series: জনপ্রিয় মোবাইল কোম্পানি Realme-র তরফে জানানো হয়েছে যে তারা তাদের Realme 10 সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে ২০২২ সালের নভেম্বর মাসে। Realme সম্প্রতি ট্যুইটারে তিনটি ইমেজের সঙ্গে Realme 10 সিরিজের ফোনের টিজার লঞ্চ করেছে। জানা গিয়েছে যে, কোম্পানি Realme 10 সিরিজের অধীনে বেশ কয়েকটি মডেল লঞ্চ করতে পারে। এর মধ্যে রয়েছে Realme 10 4G, Realme 10 5G, Realme 10i, Realme 10 Pro 5G এবং Realme 10 Pro+ 5G ফোন।
টিপস্টার পারস গুগলানি সম্প্রতি এই স্মার্টফোন লঞ্চের একটি টিজার শেয়ার করেছিলেন। যেখানে তিনি ক্যাপশন দিয়েছিলেন 'সুইপ থ্রু দ্য কম্পিটিশন।' তিনি জানিয়েছেন যে, Realme কোম্পানি আগামী ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বরের মধ্যে নিজেদের Realme 10 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য খুঁটিনাটি।
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
Realme 10 সিরিজের ফোনের সম্ভাব্য ফিচার -
advertisement
advertisement
জানা গিয়েছে যে Realme 10 Pro সিরিজের ফোনে ব্যবহার করা হতে পারে কভার্ড ডিসপ্লে, যেখানে ব্যবহার করা হতে পারে ২.৩ মিমি মোটা আস্তরণ। Realme 10 5G এবং Realme 10 Pro+ ফোনকে সম্প্রতি TENAA লিস্টিংয়ে স্পট করা গিয়েছে।
৫০ মেগাপিক্সেলের ক্যামেরা -
MySmartPrice-এর একটি রিপোর্ট অনুযায়ী Realme 10 Pro+ 5G ফোনে ব্যবহার করা হয়েছে ১২০ এইচজেড রিফ্রেশ রেট ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা। সেই রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, এই ফোনে ব্যবহার করা হতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। এই ফোনে ব্যবহার করা হতে পারে ৬৫ ডব্লু ফাস্ট চার্জিং সাপোর্ট।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার -
Realme 10 Pro+ 5G ফোনে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডাইমেনশন ১০৮০ চিপসেট। এছাড়াও এই ফোনের ৪জি ভ্যারিয়েন্ট মডেলে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। মনে করা হচ্ছে এই ফোনে ব্যবহার করা হতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ডব্লু ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত। এই ফোনের ৪জি এবং ৫জি মডেলে ব্যবহার করা হতে পারে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
advertisement
ফোনের স্টোরেজ -
৪জি মডেলে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। অন্য দিকে, ৫জি মডেলে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে।
Location :
First Published :
November 01, 2022 10:28 AM IST