Poco F4 না iQOO Neo 6? এই ফোন দুটোর মধ্যে কোনটা সেরা? দেখে নিন এক নজরে

Last Updated:

Poco F4 ও iQOO Neo 6- এই ফোন দুটোর মধ্যে কোনটা কিনলে ঠকতে হবে না জেনে নিন এখনই

Poco F4 5G VS iQOO Neo 6
Poco F4 5G VS iQOO Neo 6
Poco F4 5G vs iQOO Neo 6: এই ফোন দুটোর মধ্যে কোনটা সেরা? জানতে হলে দেখে নেওয়া যাক ফোন দুটোর ফিচার।
ডিজাইন -
Poco F4 এবং iQOO Neo 6 ফোনে ব্যবহার করা হয়েছে একই ধরনের ডিজাইন। কিন্তু, Poco F4 ফোনে ব্যবহার করা হয়েছে সুপিরিয়র গ্লাস রিয়ার প্যানেল। অন্য দিকে iQOO Neo 6 ফোনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ইউনিবডি ডিজাইন। সুতরাং ডিজাইনের দিক দিয়ে Poco F4 ফোন কিছুটা হলেও iQOO Neo 6 এর থেকে।
advertisement
advertisement
ডিসপ্লে -
Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটিতে ব্যবহার করা হয়েছে একই ধরনের ডিসপ্লে। দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্লাস ই৪ অ্যামোলেড ডিসপ্লে। Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটিতে ব্যবহার করা হয়েছে ১২০ এইচজেড রিফ্রেশ রেট।
পারফরমেন্স -
advertisement
Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৭০ চিপ। এই স্ন্যাপড্রাগন ৮৭০ চিপ খুবই উন্নত এবং আধুনিক। এর ফলে দুটি ফোনের পারফরমেন্স প্রায় একই। এছাড়াও এর ফলে খুব সহজেই Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটি গরম হয়ে যাবে না।
সফটওয়্যার -
advertisement
Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটিতে ব্যবহার করা হয়েছে আলাদা আলাদা সফটওয়্যার। Poco F4 ফোনে ব্যবহার করা হয়েছে Xiaomi MIUI 13 যা অ্যান্ড্রয়েড ১২ যুক্ত। অন্য দিকে iQOO Neo 6 ফোনে ব্যবহার করা হয়েছে FunTouch OS যা অ্যান্ড্রয়েড ১২ যুক্ত। Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটিতেই পাওয়া যাবে তিন বছরের ওএস আপডেট।
advertisement
ক্যামেরা -
Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটিতে ব্যবহার করা হয়েছে প্রায় একই ধরনের ক্যামেরা। যার মাধ্যমে তোলা যাবে উন্নত ও আধুনিক ছবি। Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটিতে ব্যবহার করা হয়েছে তিনটি আলাদা আলাদা সেন্সর এবং একটি সেলফি ক্যামেরা।
advertisement
ব্যাটারি -
Poco F4 ফোনে ব্যবহার করা হয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬৭ ডবলু চার্জ। অন্যদিকে iQOO Neo 6 ফোনে ব্যবহার করা হয়েছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে ৮০ ডবলু চার্জ। Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটিতে ৪০ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারি।
advertisement
দাম -
Poco F4 ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। Poco F4 ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। Poco F4 ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলের দাম ৩৩,৯৯৯ টাকা। অন্য দিকে iQOO Neo 6 ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলের দাম প্রায় ২৯,৯৯৯ টাকা।
Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটিতে রয়েছে প্রায় একই ফিচার। কিন্তু, Poco F4 কিছুটা হলেও এগিয়ে রয়েছে তার গ্লাস রিয়ার প্যানেলের জন্য।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Poco F4 না iQOO Neo 6? এই ফোন দুটোর মধ্যে কোনটা সেরা? দেখে নিন এক নজরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement