গত ৬ মাসের কল হিস্ট্রি দেখতে চাইছেন? খুব সহজেই পাওয়া যাবে, জেনে নিন উপায়

Last Updated:

তবে কখনও কখনও নিজেদের কল হিস্ট্রি অ্যাক্সেস করা জরুরি হয়ে যাচ্ছে। কিন্তু কল হিস্ট্রি কীভাবে পাওয়া যেতে পারে? এর জন্য নিজের ফোনের কল লগ খুলতে হবে।

এছাড়া Google Photos, OneDrive বা অন্যান্য ক্লাউড স্টোরেজ পরিষেবাগুলিতে ফটো এবং ভিডিও আপলোড করতে পারেন। এতে ফোনের স্টোরেজ অনেকটাই কমে যাবে।
এছাড়া Google Photos, OneDrive বা অন্যান্য ক্লাউড স্টোরেজ পরিষেবাগুলিতে ফটো এবং ভিডিও আপলোড করতে পারেন। এতে ফোনের স্টোরেজ অনেকটাই কমে যাবে।
আজকের দিনে দাঁড়িয়ে যোগাযোগের প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে স্মার্টফোন। আর এটা ছাড়া আমাদের জীবন যেন থমকে যাবে। বিশ্বের নানা প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগের জন্য ফোন কলই একমাত্র মাধ্য হয়ে উঠেছে। তবে কখনও কখনও নিজেদের কল হিস্ট্রি অ্যাক্সেস করা জরুরি হয়ে যাচ্ছে। কিন্তু কল হিস্ট্রি কীভাবে পাওয়া যেতে পারে? এর জন্য নিজের ফোনের কল লগ খুলতে হবে। তবে বিগত ৬ মাসের কল হিস্ট্রি পরীক্ষা করার উপায় জেনে রাখা জরুরি। এই প্রসঙ্গে টিপস দিয়েছে ভারতের দুটি মেজর টেলিকম প্রোভাইডার – Airtel and Jio।
Airtel নম্বরে কল হিস্ট্রি চেক করার উপায়:
এটা মূলত ২ ভাবে করা যায়। এসএমএস-এর মাধ্যমে এবং Airtel ওয়েবসাইটের মাধ্যমে।
advertisement
এসএমএস-এর মাধ্যমে:
১. Airtel মোবাইলে Message App খুলতে হবে। এরপর 121 এন্টার করতে হবে।
advertisement
২. এবার মেসেজ হিসেবে EPREBILL টাইপ করতে হবে।
৩. ব্যবহারকারী নির্দিষ্ট দিন অথবা মেয়াদের যে কল রেকর্ড চাইছেন, তা স্পেসিফাই করতে হবে।
৪. কল ডিটেলস পাওয়ার জন্য নিজের ই-মেল আইডি দিতে হবে।
৫. নিজের Airtel মোবাইল নম্বর থেকে মেসেজ পাঠাতে হবে।
advertisement
ওয়েবসাইটের মাধ্যমে:
Airtel কাস্টমার সার্ভিস থেকে কল রেকর্ডের কপি চাওয়া যেতে পারে। তবে Airtel কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করে কিংবা Airtel স্টোরে গিয়ে তা পাওয়া যেতে পারে। তবে এর জন্য ফি-এর কথা মাথায় রাখতে হবে।
১. Airtel ওয়েবসাইটে যেতে হবে। ব্যবহারকারীকে নিজের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে হবে।
advertisement
২. Usage Details সেকশনে যেতে হবে।
৩. Usage Details-এর আওতায় নির্দিষ্ট সময়কার কল রেকর্ড দেখার অপশন বেছে নিতে হবে।
৪. তারিখের মেয়াদ বেছে নিতে হবে এবং Submit-এ ক্লিক করতে হবে।
৫. স্ক্রিনে ভেসে উঠবে ব্যবহারকারীর কল রেকর্ড।
advertisement
Jio নম্বরে কল হিস্ট্রি চেক করার উপায়:
MyJio অ্যাপ ব্যবহার করে নিজেদের কল রেকর্ড রিট্রিভ করতে পারবেন Jio ব্যবহারকারীরা।
MyJio অ্যাপ ইনস্টল:
১. Google Play Store খুলে নিজের স্মার্টফোনে MyJio অ্যাপ ইনস্টল করতে হবে।
২. লগ-ইন করে নিজের Jio নম্বর লিঙ্ক করতে হবে।
৩. এবার My Statement সেকশনে যেতে হবে। তার জন্য অ্যাপের একদম উপরের বাম দিকের কোণে থাকা তিনটি হরাইজন্টাল লাইনের উপর ক্লিক করতে হবে।
advertisement
৪. My Statement অপশনে ট্যাপ করতে হবে।
৫. এবার ব্যবহারকারী যে সময়ের কল রেকর্ড দেখতে চান, তার নির্দিষ্ট তারিখ এন্টার করতে হবে।
৬. এরপর View-তে ট্যাপ করতে হবে। সমস্ত কল রেকর্ড স্ক্রিনের উপর ভেসে উঠবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
গত ৬ মাসের কল হিস্ট্রি দেখতে চাইছেন? খুব সহজেই পাওয়া যাবে, জেনে নিন উপায়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement