Airtel গ্রাহকদের জন্য ঘরে বসে রোজগারের সুযোগ! কোম্পানি নিয়ে এসেছে দারুণ স্কিম
- Published by:Ananya Chakraborty
Last Updated:
এয়ারটেল এই প্রিপেড প্ল্যানের সঙ্গে একটি নতুন 'রিওয়ার্ডমিনি' নামের অতিরিক্ত বেনিফিট যুক্ত করেছে।
ভারতের দ্বিতীয় বৃহৎ টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল তাদের ইউজারদের জন্য ৯৯৯ টাকার প্রিপেড প্ল্যানের সঙ্গে সঙ্গে একটি নতুন অতিরিক্ত বেনিফিট নিয়ে এসেছে। এই প্ল্যানটি সব দিক থেকেই একটি ইউনিক প্ল্যান। এই প্ল্যানের মাধ্যমে ইউজাররা বিনামূল্যে অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন পেয়ে থাকেন। কিন্তু এখন এয়ারটেল এই প্রিপেড প্ল্যানের সঙ্গে একটি নতুন 'রিওয়ার্ডমিনি' নামের অতিরিক্ত বেনিফিট যুক্ত করেছে। এই বেনিফিট সেকশনের মাধ্যমে ইউজারার এয়ারটেল রিওয়ার্ডমিনি সাবস্ক্রিপশনের সঙ্গে সঙ্গে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কেরও সুবিধা পেয়ে যাবেন।
এয়ারটেল তাদের ইউজারদের প্রতি ৩ মাসে রিওয়ার্ডমিনি সাবস্ক্রিপশন দিয়ে থাকে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সুবিধা পাওয়ার জন্য ইউজারদের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ইউজার হতে হবে। রিওয়ার্ডমিনি সাবস্ক্রিপশনের সঙ্গে ইউজাররা পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে টাকার লেনদেন করলে তাঁদের ৮০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা দেওয়া হয়। একই সঙ্গে এয়ারটেল তাদের ইউজারদের একটি ভার্চুয়াল ডেবিট কার্ড এবং ক্লাসিক প্রিপেড কার্ড প্রদান করে থাকে। এছাড়াও ইউজাররা সোয়াইপ আউট সুবিধার সঙ্গে আনলিমিটেড ডিপোজিটের সুবিধা পেয়ে যান।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে -
advertisement
টেলিকম টক নিউজ ওয়েবসাইট অনুযায়ী এয়ারটেলের ৯৯৯ টাকার প্ল্যানে ইউজাররা প্রতিদিন ২.৫ জিবি ডেটার সুবিধা পাবেন। এছাড়াও ৮৪ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএসের সুবিধা পাবেন। এছাড়াও এই প্ল্যানের মাধ্যমে ইউজাররা এয়ারটেল এক্সট্রিম সাবস্ক্রিপশন, রিওয়ার্ডমিনি সাবস্ক্রিপশন এবং এয়ারটেল থ্যাঙ্কসের সুবিধা পাবেন। যে সকল ইউজার আগে থেকেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ব্যবহার করেন, তাঁদের জন্য এয়ারটেলের এই ৯৯৯ টাকার প্ল্যান খুবই লাভজনক। কারণ এর মাধ্যমে ইউজাররা বিভিন্ন ধরনের সুবিধা পেতে পারবেন।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
থার্ড পার্টি অ্যাপের ব্যবহার -
ভারতী এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই প্ল্যান রিচার্জ করা যাবে। এছাড়াও এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ ডাউনলোড করে নিজেদের রেজিস্টার্ড নম্বর থেকে লগ ইন করা যাবে। এয়ারটেলের ৯৯৯ টাকার প্ল্যান রিচার্জ করার জন্য থার্ড পার্টি অ্যাপও ব্যবহার করা যাবে। এই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে খুব সহজেই এয়ারটেলের ৯৯৯ টাকার প্ল্যান রিচার্জ করা সম্ভব। এয়ারটেলের ৯৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিনের জন্য। এয়ারটেলের এই ৯৯৯ টাকার প্রিপেড প্ল্যানের মাধ্যমে প্রতিদিন ২.৫ জিবি ডেটার সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।
view commentsLocation :
First Published :
September 30, 2022 2:52 PM IST