Oppo F7 নাকি Vivo V9 ? কোনটা বেশি ভাল

Last Updated:

প্রায় একই সঙ্গে বাজারে এসেছে Oppo এবং Vivo-র দু’টি নতুন মডেল ৷ Oppo F7 এবং Vivo V9 ৷

#কলকাতা: প্রায় একই সঙ্গে বাজারে এসেছে Oppo এবং Vivo-র দু’টি নতুন মডেল ৷ Oppo F7 এবং Vivo V9 ৷ কিন্তু কিনবেন কোনটা ? দু’টি অ্যান্ড্রয়েড ফোনের দামও প্রায় কাছাকাছি ৷ তাই দোকানে যাওয়ার আগে আপনি কী একটু দোটানায় ভুগছেন ? তাই চট জলদি আপনার সামনে রইল দু’টো ফোনের আকর্ষণীয় ফিচার্স আর দাম ৷ এ বার বিচারের দায়িত্ব নিজের৷
advertisement
♣ Oppo F7 :
• এই ফোনের দাম ২১,৯৯০ টাকা ৷
• ব্যাটারি ৩৪০০ এমএএইচ ৷
• ডায়মন্ড ব্ল্যাক, মুনলাইট সিলভার, সান রাইজ রেড ও সোলার রেড- এই চারটি রঙে পাওয়া যাবে এই ফোন ৷
advertisement
• ১০৮০x২২৮০ রেডজলিউশনে ৬.২৩ ইঞ্চি ডিসপ্লে পাবেন এই ফোনে ৷
• মিডিয়া টেক হেলিও পি৬০, অক্টাকোর প্রসেসর পাবেন Oppo F7-এ ৷
• পাবেন ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টালনাল স্টোরেজ ৷ যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে ৷
• এই ফোনের ব্যাক ক্যামেরা ১৬ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ২৫ মেগা পিক্সেলের ৷
advertisement
• ৮.১ অ্যান্ড্রয়েড ভার্সনে পাওয়া যাবে এই ফোন ৷
♣ Vivo V9 :
• Vivo V9-র দাম ২২,৯৯০ টাকা ৷
• ৩২৬০ এমএএইচ ব্যাটারি পাবেন এই ফোনে ৷
• পার্ল ব্ল্যাক এবং গোল্ড রঙে পেয়ে যাবেন এই ফোন ৷
advertisement
• ১০৮০x২২৮০ পিক্সেলে ৬.৩০ ইঞ্চি ডিসপ্লে রয়েছে এতে ৷
• পাবেন ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টালনাল স্টোরেজ ৷
• ১৬ মেগা পিক্সেল ব্যাক এবং ২৪ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে ৷
• ৮.১ অ্যান্ড্রয়েড ভার্সনে পাওয়া যাবে এই ফোন ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Oppo F7 নাকি Vivo V9 ? কোনটা বেশি ভাল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement