OnePlus Nord CE 3 Lite 5G লঞ্চ করছে ৪ এপ্রিল: দেখে নিন ফাঁস হওয়া সমস্ত ফিচার
- Published by:Ananya Chakraborty
- Written by:Trending Desk
Last Updated:
OnePlus Nord CE 3 Lite 5G: ইতিমধ্যেই এক নির্ভরযোগ্য টিপস্টার লঞ্চ হতে চলা স্মার্টফোনের স্পেসিফিকেশন ফাঁস করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ফোনটিতে থাকবে OnePlus Nord Buds 2
ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে OnePlus Nord CE 2 Lite। আগামী ৪ এপ্রিল লঞ্চের দিন স্থির হয়ে গিয়েছে। OnePlus India-র ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে ইতিমধ্যেই এই ঘোষণা করা হয়েছে। হ্যান্ডসেট লঞ্চের আগে সংস্থার তরফে ফোনের কালার অপশন টিজ করা হয়েছে। তবে তার বেশি কিছু জানান হয়নি।
তবে ইতিমধ্যেই এক নির্ভরযোগ্য টিপস্টার লঞ্চ হতে চলা স্মার্টফোনের স্পেসিফিকেশন ফাঁস করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ফোনটিতে থাকবে OnePlus Nord Buds 2।
টিপস্টার সুধাংশু আম্ভর OnePlus Nord CE 3 Lite 5G-এর চেহারা ফাঁস করেছেন। Android 13 –এর OxygenOS 13-এর আউট-অফ-দ্য-বক্স দ্বারা চালিত এই ফোন, এমনই মনে করা হচ্ছে। সুধাংশু জানিয়েছেন, এতে ১,৮০০ x২,৪০০ পিক্সেল রেজোলিউশন-সহ একটি LCD ডিসপ্লে সাপোর্ট রয়েছে। ফোনটিতে ৮জিবি RAM এবং ১২৮জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। আর এতে প্রসেসর হিসেবে থাকতে পারে Snapdragon 695 5G SoC।
advertisement
advertisement
আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ
ফোটোগ্রাফির জন্য এই ফোনে দেওয়া হতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে থাকতে পারে একটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ্ সেন্সর-সহ প্রাথমিক ক্যামেরা। ফোনের হোল-পাঞ্চ কাটআউটে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। ৫,০০০mAh ব্যাটারিতে থাকতে পারে ৬৭W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট।
advertisement
এদিকে, ফাঁস হওয়া স্পেসিফিকেশন থেকে জানা যাচ্ছে, লঞ্চ হতে চলা OnePlus Nord CE 3 Lite 5G ফোনটির আকৃতি ১৬৫.৫ x৭৬ x ৮.৩ মিলিমিটার হতে পারে। ওজন হতে পারে ১৯৫ গ্রাম। কানেক্টিভিটির জন্য 5G, Bluetooth 5.1, Wi-Fi, GPS, NFC এবং USB Type-C পোর্ট পাওয়া যাবে।
সংস্থার তরফে ইতিমধ্যেই মাইক্রোসাইটের মাধ্যমে স্মার্টফোনের ডিজাইন এবং এর কালার ভেরিয়েন্ট টিজ করা হয়েছে। দেখা গিয়েছে, ডিসপ্লের একেবারে উপরে মাঝের অংশে রয়েছে হোল-পাঞ্চ কাটআউট। OnePlus ব্র্যান্ডিংয়ের সঙ্গে LED ফ্ল্যাশ-সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপ থাকছে বলেও জানান হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, হ্যান্ডসেটটির রঙ হবে লেমন।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 29, 2023 6:52 PM IST