আগামী সপ্তাহের লঞ্চ করতে চলেছে OnePlus-এর ফ্ল্যাগশিপ ফোন। ভারত-সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে আগামী ৭ ফেব্রুয়ারি নতুন OnePlus11 ৫জি ফোন লঞ্চ করা হবে। একই দিনে Amazon-এ প্রি-অর্ডারও শুরু হবে। ইতিমধ্যেই ই-কমার্স জায়ান্ট তার নিজস্ব প্ল্যাটফর্মে একটি টিজার ইমেজ প্রকাশ করে ফেলেছে।
তবে শুধু নতুন ফোন লঞ্চ নয়। বাজার দখলের লড়াইয়েও যথেষ্ট সরগরম নেট দুনিয়া। সম্প্রতি লঞ্চ হয়েছে Galaxy S23 সিরিজ। এরপর যাবতীয় নজর OnePlus-এর উপর। Galaxy S23 Ultra-র দাম এক লক্ষ টাকার উপর, তা নিয়ে প্রকাশ্যে Samsung-কে উপহাস করতেও ছাড়েনি OnePlus। পাশাপাশি তারা প্রতিশ্রুতি দিয়েছে, নতুন OnePlus 11 ৫জি ফোন সাশ্রয়ী মূল্যেই পাওয়া যাবে।
টিপস্টার অভিষেক যাদব ট্যুইটারে জানিয়েছেন, তাঁর মত OnePlus 11 ৫জি এর দাম ভারতীয় মুদ্রায় ৬০ হাজার টাকার নিচে হবে। তাঁর দাবি, ১৬জিবি RAM + ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ৬১,৯৯৯ টাকা।
আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?
OnePlus 11-এ চার বছরের জন্য প্রধান অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং পাঁচ বছরের সিকিওরিটি আপডেট থাকছে। সঙ্গে থাকছে চতুর্থ প্রজন্মের অক্সিজেনওএস আপডেট-এর প্রতিশ্রুতিও।
নতুন ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে সংস্থার তরফে ইতিমধ্যেই চিনে তার কিছু টিজার প্রকাশ করা হয়েছে। তা থেকেই কিছু ফিচার সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন - পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা
চিনে, OnePlus 11-এর যে টিজার প্রকাশ পেয়েছে, তা থেকে মনে করা হচ্ছে এতে একটি সাধারণ ৬.৭-ইঞ্চি QHD+ E4 OLED ডিসপ্লে পাওয়া যেতে পারে, সঙ্গে ১২০Hz রিফ্রেশ রেট। OnePlus HDR ১০+ এর পাশাপাশি LTPO ৩.০-এও সক্ষম।
এতে একটি স্ট্যান্ডার্ড পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন পাওয়া যেতে পারে যা, OnePlus 10 Pro স্মার্টফোনের তুলনায় কিছুটা আলাদা। নতুন সংস্করণটি Qualcomm Snapdragon 8 Gen 2 SoC দ্বারা চালিত এবং এতে সর্বশেষ UFS ৪.০ স্টোরেজ সংস্করণ ব্যবহার করা হয়েছে।
এতে থাকতে পারে ৫,০০০mAh ব্যাটারি। OnePlus –এর সঙ্গে ১০০W চার্জার থাকছে। ওয়্যারলেস চার্জিং বা IP৬৮ রেটিং অবশ্য এতে নেই। এতে রয়েছে IP৫৪ রেটিং। সিকিওরিটি-র ক্ষেত্রে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইকনিক অ্যালার্ট স্লাইডারও থাকছে বলেই মনে হচ্ছে।
OnePlus 11-এর পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। OIS সক্ষম এই ক্যামেরায় থাকতে পারে একটি ৫০-মেগাপিক্সেল Sony IMX890 সেন্সর, একটি ৪৮-মেগাপিক্সেল Sony IMX581 আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ৩২-মেগাপিক্সেল Sony IMX709 ২x টেলিফটো ক্যামেরা রয়েছে৷ সামনে থাকতে পারে ১৬-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।