৩২ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে নোকিয়া ৮ প্রো
Last Updated:
নোকিয়া ৮ সিরোক্কো মডেলটির আপগ্রেড ভার্সন ৮ প্রো নিয়ে এ বার বাজারে আসছে নোকিয়া৷ নতুন এই ফোনটিতে থাকছে বেশকিছু চমক৷ তার মধ্যে অবশ্যই নজর কাড়বে এর ক্যামেরা৷ ফ্রন্ট এবং ব্যাক, দু’টি ক্যামেরাই হবে অত্যন্ত উন্নত মানের৷
#নয়াদিল্লি: নোকিয়া ৮ সিরোক্কো মডেলটির আপগ্রেড ভার্সন ৮ প্রো নিয়ে এ বার বাজারে আসছে নোকিয়া৷ নতুন এই ফোনটিতে থাকছে বেশকিছু চমক৷ তার মধ্যে অবশ্যই নজর কাড়বে এর ক্যামেরা৷ ফ্রন্ট এবং ব্যাক, দু’টি ক্যামেরাই হবে অত্যন্ত উন্নত মানের৷
এক নজরে দেখে নেওয়া যাক কী কী থাকবে এই ফোনে-
• ১০৮০*২১৬০ পিক্সেল রেজলিউশন-সহ ৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে থাকছে এতে৷
advertisement
• কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর থাকবে নোকিয়া ৮ প্রো-তে৷
• ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে ৮ জিবি র্যাম, এই দু’ধরণের ভার্সনে পাওয়া যাবে এই ফোন৷
advertisement
• রয়েছে দু’টি ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷
• ব্যাক ক্যামেরার সঙ্গে রয়েছে ডুয়াল টোন এলইডি ফ্যাশ৷
• নোকিয়া ৮ প্রো-তে থাকবে ৪২০০ এমএএইচ ব্যাটারি৷
• এই ফোনে থাকবে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও৷
• ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে এই ফোনে৷
view commentsLocation :
First Published :
March 16, 2018 7:03 PM IST










