২৫ জানুয়ারি লঞ্চ হতে চলেছে মেড ইন ইন্ডিয়া ফোন Micromax Note 2, জেনে নিন এক ঝলকে

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক Micromax-এর Micromax Note 2-এর গুরুত্বপূর্ণ কয়েকটি ফিচার।

Micromax Note 2 Launch: ভারতে ২৫ জানুয়ারি লঞ্চ করা হতে চলেছে Micromax-এর নেক্সট জেনারেশনের স্মার্টফোন Micromax Note 2। ভারতে এই ফোনটি পাওয়া যাবে Micromax-এর ইন্ডিয়া চ্যানেল এবং জনপ্রিয় ই-কমার্স সংস্থা Flipkart-এ। Micromax-এর Micromax Note 1 ভারতে লঞ্চ করা হয়েছিল ২০২০ সালের নভেম্বর মাসে। ২০২২ সালের ২৫ জানুয়ারি লঞ্চ করা হতে চলেছে Micromax-এর Micromax Note 2 ফোন। Micromax কোম্পানির তরফে জানানো হয়েছে যে Micromax Note 2 ফোনটি ডিজাইন এবং তৈরি করা হয়েছে ভারতে। এর ফলে Micromax-এর নেক্সট জেনারেশনের স্মার্টফোন Micromax Note 2-কে বলা হচ্ছে মেড ইন ইন্ডিয়া ফোন। এই ফোনে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের উন্নত ও আধুনিক ফিচার। উন্নত টেকনোলজি যুক্ত এই ফোনে রয়েছে উন্নত ও আধুনিক ক্যামেরা। এক নজরে দেখে নেওয়া যাক Micromax-এর Micromax Note 2-এর গুরুত্বপূর্ণ কয়েকটি ফিচার।
Micromax Note 2 এর গুরুত্বপূর্ণ কয়েকটি ফিচার
Micromax Note 2 ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৫ এসওসি (MediaTek Helio G95 SoC)। Micromax-এর নেক্সট জেনারেশনের স্মার্টফোন Micromax Note 2-তে রয়েছে ৩০ডাব্লু (30W) ফাস্ট চার্জ, এর ফলে Micromax Note 2 ফোনটিতে ২৫ মিনিটে হয়ে যাবে ৫০ শতাংশ চার্জ। এছাড়াও Micromax-এর নেক্সট জেনারেশনের স্মার্টফোন Micromax Note 2-তে রয়েছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা। Micromax-এর নেক্সট জেনারেশনের স্মার্টফোন Micromax Note 2-তে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইন্টারগ্রেটেড পাওয়ার বাটন, ভলিউম রকার, হোল-পাঞ্চ (Hole-Punch) ডিসপ্লে, ৩.৫ এমএম (mm) অডিও জ্যাক। Micromax-এর নেক্সট জেনারেশনের স্মার্টফোন Micromax Note 2 ফোনটি পাওয়া যাবে চকোলেট কালারে। মনে করা হচ্ছে ২৫ জানুয়ারি Micromax-এর নেক্সট জেনারেশনের স্মার্টফোন Micromax Note 2 লঞ্চ করার সময় অন্যান্য কালার অপশন সম্পর্কে জানানো হতে পারে।
advertisement
advertisement
Micromax অনেকদিন ধরেই ভারতে ৫জি ফোন লঞ্চ করার জন্য অপেক্ষা করে রয়েছে। Lava কোম্পানি আগের বছর Lava Agni 5G ফোন লঞ্চ করার ফলে তারা ভারতে তাদের লঞ্চ করতে চলেছে তাদের ৫জি ফোন। চিনের বিভিন্ন ফোন যেমন Xiaomi, Vivo, Realme ইত্যাদির কাউন্টার পার্ট হিসাবে লঞ্চ করা হতে চলেছে Micromax-এর নেক্সট জেনারেশনের স্মার্টফোন Micromax Note 2। এছাড়াও ভারতের বাজারে Micromax-এর প্রতিযোগী হল Samsung ও Nokia।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
২৫ জানুয়ারি লঞ্চ হতে চলেছে মেড ইন ইন্ডিয়া ফোন Micromax Note 2, জেনে নিন এক ঝলকে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement