iPhone 15: গ্লোবাল লঞ্চের দিনেই কি দেশে আসবে মেড ইন ইন্ডিয়া iPhone 15? বাড়ছে প্রত্যাশা
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে Apple সেপ্টেম্বরের মাঝামাঝি ভারতীয় বাজারে iPhone 15 আনতে চাইছে। সেই লক্ষ্যে কাজ করছে চেন্নাইয়ের Foxconn।
হাতে বাকি আর মাত্র কয়েক দিন। আগামী ১২ সেপ্টেম্বর iPhone 15 –এর আবরণ উন্মোচিত করবে Apple। বিশেষ লঞ্চ ইভেন্টের প্রস্তুতি সারা। সূত্রের খবর, প্রায় একই সময় Apple ‘মেড ইন ইন্ডিয়া’ iPhone 15 বাজারে ছাড়ার প্রস্তুতিও নিচ্ছে। সারা বিশ্বের সঙ্গেই মুক্তি পাবে ভারতে তৈরি নতুন iPhone, এমনই আশা করা হচ্ছে।
এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে Apple সেপ্টেম্বরের মাঝামাঝি ভারতীয় বাজারে iPhone 15 আনতে চাইছে। সেই লক্ষ্যে কাজ করছে চেন্নাইয়ের Foxconn। যদি কোনও ভাবে ১২ সেপ্টেম্বর সম্ভব না হয়, তবে চেষ্টা করা হবে যত শীঘ্র সম্ভব তা করে ফেলার।
advertisement
এর আগে iPhone 14 সারা বিশ্বে লঞ্চ করার মাত্র ১০ দিনের মধ্যেই ভারতে Apple-এর Foxconn ইউনিট ওই মডেল তৈরি করতে শুরু করে দিয়েছিল। তারও প্রায় এক মাস পরে ভারতীয় বাজারে এসেছিল ভারতে তৈরি iPhone। তবে এই বার Apple আরও বেশি করে প্রস্তুত। প্রাথমিক ভাবে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ভারতেও, এদেশে তৈরি iPhone 15 বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের। অন্যত্র রফতানির কথা সংস্থা পরে ভাববে বলেই মনে করা হচ্ছে।
advertisement
গত জুন মাসে চিনে শুরু হয়েছিল iPhone 15 এর উৎপাদন। সেই সব যন্ত্রাংশ দিয়ে প্রায় একই সময়ে ভারতেও উৎপাদন শুরু হয়। আসলে ভারতের বাজারে iPhone সম্পর্কে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। চাহিদাও বাড়ছে। সেই সব দিকে খেয়াল রেখেই Apple এদেশের দিকে নজর দিতে চাইছে।
এই মুহূর্তে সারা বিশ্বের ৭ শতাংশ iPhone উৎপাদন হচ্ছে ভারতে। আশা করা যায়, এই হার আরও বাড়বে আগামী দিনে। কারণ ইতিমধ্যেই Pegatron বা Winstro-এর মতো নির্মাতা সংস্থারাও আগ্রহ প্রকাশ করেছে।
advertisement
Apple ভারতের দিকে তাকাচ্ছে, তা বেশ বোঝা যাচ্ছে। ইতিমধ্যেই মুম্বই এবং নয়াদিল্লিতে অফিসিয়াল Apple স্টোর খুলেছে। নিজে টিম কুক নিজেও এই বিষয়ে আশা প্রকাশ করেছেন। তাঁরা মনে করছেন, ছোট ছোট পরিবর্তনের মধ্যে দিয়ে ভারত বড় বদলের দিকে এগোচ্ছে।
advertisement
Apple-এর সিইও টিম কুক, গত মাসেই বলেছিলেন যে, সংস্থার জন্য বড় সুযোগের দরজা খুলে দিচ্ছে ভারত। মুম্বই এবং নয়াদিল্লির নতুন অফিশিয়াল স্টোর প্রত্যাশা চেয়ে বেশি কাজ করেছে৷ কুক জানিয়েছিলেন, ভারত হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার। সুতরাং, তারা সেখানে জোর দিতে চাইছেন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2023 7:47 PM IST

