#নয়াদিল্লি: এই প্রথম ভারতের বাজারে এল অ্যান্ড্রয়েড ওরিও(গো এডিশন) ৷ সৌজন্যে লাভা Z50 ৷ বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০১৮-র মঞ্চে সদ্য আত্মপ্রকাশ ঘটেছে এই ফোনের ৷ এ বার ভারতেও পা রাখল লাভা Z50 ৷ দেখে নেওয়া যাক কী কী রয়েছে এই ফোনে ৷
আরও পড়ুন: ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসছে ওয়ানপ্লাস 6, দাম কত?
• লাভা Z50-এ পাওয়া যাচ্ছে ২টি রঙে ৷ কালো ও গোল্ডেন রঙে পেয়ে যাবে এই ফোন ৷• এই ফোনে রয়েছে ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, ২.৫ ডি কার্ভড কর্নিং গোরিলা গ্লাস ৷• রয়েছে মিডিয়া টেক প্রসেসর (MT6737m) এবং ১.১ গিগা হার্ৎজ কোয়াডকোর প্রসেসর ৷
• এই ফোনে রয়েছে ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ৷• অ্যান্ড্রয়েড ওরিও(গো এডিশন) রয়েছে এই ফোনে ৷• ৫ মেগা পিক্সেল ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা রয়েছে লাভা Z50-এ ৷• ১০টি ভারতীয় ভাষা রয়েছে এতে ৷• ২ বছরের ওয়ারেন্টির পাশাপাশি লঞ্চ অফার হিসাবে একবারের জন্য স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার পাওয়া যাবে ৷• ভারতে এর দাম পড়বে ২৪০০ টাকা ৷আরও পড়ুন:VoLTE Beta পোগ্রাম নিয়ে আসছে এয়ারটেল, বিনামূল্যে পাওয়া যাবে ডেটা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Android Oreo, Android Oreo (Go Edition), Lava Z50, New Mobile Launch, Price, Specification