OnePlus: ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা! OnePlus-এর ঘোষণায় তোলপাড় স্মার্টফোন দুনিয়া

Last Updated:

OnePlus: ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা-সহ বাজারে আসতে চলেছে Nord CE 2 Lite 5G, ঘোষণা করল OnePlus

বিরাট চমক
বিরাট চমক
#নয়াদিল্লি: ক্রমশ এগিয়ে আসছে লঞ্চের দিন, তাই বাজার গরম রাখতে একের পর এক ফিচার ঘোষণা করছে OnePlus। আগামী ২৮ এপ্রিল লঞ্চ করতে চলেছে OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোন। দীর্ঘ দিন ধরেই তা নিয়ে উৎসাহ রয়েছে ক্রেতাদের মধ্যে। সম্প্রতি সংস্থা তার নিজস্ব মাইক্রোসাইটে এক একটি করে ফিচার প্রকাশ্যে ঘোষণা করতে শুরু করেছে। সেখানেই জানা গিয়েছে নতুন এই 5G স্মার্টফোনে থাকবে একটি ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা। তবে এ টুকুই, জনপ্রিয়তার আগুনি ঘৃতাহুতি দিয়েই মুখ বন্ধ করেছে OnePlus, ক্যামেরা-সম্পর্কিত অন্য বৈশিষ্ট্যগুলি আপাতত আজানাই। তবে এ টুকু বোঝা গিয়েছে যে, ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে ফোনের সামনে একটি প্যানেলে হোল পাঞ্চ-সহ থাকবে সিঙ্গল সেলফি ক্যামেরা। বাকিটা জানার জন্য অপেক্ষা করতে হবে ফোন লঞ্চ হওয়ার সময় পর্যন্ত।
এর আগে সংস্থার তরফে প্রকাশ করা হয়েছিল আরও কিছু তথ্য যেমন, OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোনে থাকছে ৩৩W দ্রুত চার্জিং সাপোর্ট-সহ একটি বড় ৫০০০mAh ব্যাটারি। প্যাকেজে থাকছে একটি USB-C পোর্ট-সহ কেবল। আর এই কেবলের বিশেষত্ব হল OnePlus-এর নিজস্ব লাল রঙ। সাধারণ OnePlus তার স্মার্টফোনগুলিতে ৪৫০০ mAh ব্যাটারি ব্যবহার করত এতদিন, সে ক্ষেত্রে এ বার বেশ বড় ব্যটারি দিচ্ছে তারা, তা নিয়েও উৎসাহ বেড়েছে বাজারে। সংস্থার নিজস্ব সাইটে প্রকাশ করা হয়েছে ফোনের রং-ও। বলা হয়েছে এর রং Lite Blue Tide, যদিও ওয়াকিবহাল মহলের দাবি, এর রঙের সঙ্গে বেশ খানিকটা মিল রয়েছে OnePlus Nord-এর টিল শেডের। শীঘ্রই OnePlus নতুন ফোনের রিফ্রেশ রেট সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করবে।
advertisement
advertisement
কোম্পানি আনুষ্ঠানিক ঘোষণা না করলেও বাজারে নানা রকমের তথ্য ফাঁস হয়েছে OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোন সম্পর্কে। Smartprix-এর সহযোগিতায় টিপস্টার স্টিভ হেমারস্টোফার কিছু তথ্য ফাঁস করেছিলেন। তাঁর দাবি, নতুন এই ফোনটিতে থাকবে ৬.৫৯ ইঞ্চি ফুল-এইচডি ফ্লুইড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G SoC। হেমারস্টোফার দাবি করেছিলেন, ফোনে থাকবে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, দু’টি ২ মেগাপিক্সেল সেন্সর-সহ। সেলফি এবং ভিডিও কলের জন্য থাকবে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এ ছাড়া, Wi-Fi 5, ব্লু-টুথ, USB-C পোর্ট এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে জানিয়েছিলেন তিনি।
advertisement
তবে এই ফোনের দাম কী হতে পারে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে মনে করা হচ্ছে OnePlus Nord CE 2 Lite 5G- ফোনটি যে হেতু Nord CE 2 5G-এর 'Lite' সংস্করণ, তাই এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২০,০০০ টাকা হতে পারে।
advertisement
সম্প্রতি OnePlus চিনে তাদের নতুন স্মার্টফোন OnePlus Ace লঞ্চ করেছে, যা ১৫০W দ্রুত চার্জিং ক্ষমতাসম্পন্ন। মনে করা হচ্ছে ভারতে এই ফোন OnePlus 10R হিসেবে লঞ্চ করানো হবে। আগামী ২৮ এপ্রিলই 10R ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
OnePlus: ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা! OnePlus-এর ঘোষণায় তোলপাড় স্মার্টফোন দুনিয়া
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement