#মুম্বই: বৃহস্পতিবার মুম্বইয়ে আয়োজিত করা হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪১তম বার্ষিক সাধারণ সভায় ৷ প্রত্যেকবারের মতো এবারও রিলায়েন্সের এজিএম-কে ঘিরে কৌতুহল জমা হয়েছে বাণিজ্যিক মহলে ৷ প্রতিবারের মতো এবারও বড় কিছু ঘোষণা করার সম্ভাবনা রয়েছে আজকের বৈঠকে ৷
আরও পড়ুন: Live Updates: Reliance AGM 2018: আসছে জিও ফোন ২, মিলবে ৫০১ টাকায় : মুকেশ আম্বানি
প্রতিবারের মতো এবারও গ্রাহকদের জন্য একাধিক নতুন পরিষেবা নিয়ে হাজির মুকেশ আম্বানির সংস্থা ৷ এদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি জানান এবার বাজারে আসতে চলেছে জিও ফোন ২ ৷ ১৫ অগাস্ট থেকে মিলবে নতুন ফোন ৷ মাত্র ৫০১ টাকায় মিলে ফোনটি ৷ ফোনটির দাম ২৯৯৯ টাকা ৷ কিন্তু পুরনো জিও ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন গ্রাহকরা পেয়ে যাবেন মাত্র ৫০১ টাকায় ৷
আরও পড়ুন: খুন না আত্মহত্যা ? কী দেখা গেল ভাটিয়াদের সিসিটিভি ফুটেজে ?
ডিজিটাল ইন্ডিয়ায় নতুন দিশা দেখাচ্ছে জিও ৷ জিও-২ ব্যবহারে রেজিস্ট্রেশন করতে হবে ৷ এর জেরে দেশের বিভিন্ন স্তরের মানুষ মোবাইল ফোন ব্যবহারের সুবিধা পেতে চলেছেন ৷
আরও পড়ুন: ওড়িশা ও বাংলাদেশে জোড়া ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা
এদিন মুকেশ আম্বানি জানিয়েছেন, বর্তমানে জিও ফোন ব্যবহারকারীর সংখ্যা ২৫ মিলিয়ান ৷ এবার আরও উন্নতমানের পরিষেবা নিয়ে আসছে জিও ফোন ২ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jio Phone 2, Reliance AGM