iPhone-এ দারুণ এক্সচেঞ্জ অফার; কোন Android ফোনের বিনিময়ে মিলছে কত ডিসকাউন্ট ?
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
iPhone Exchange Offer: এক নজরে দেখে নেওয়া যাক এমন ২০টি অ্যান্ড্রয়েড ফোন, যাতে পাওয়া যেতে পারে এক্সচেঞ্জ অফার...
iPhone Exchange Offer: iPhone-প্রেমীদের জন্য রয়েছে একটি দারুণ খবর। অ্যাপল (Apple) iPhone-এর ক্ষেত্রে ঘোষণা করেছে নতুন এক্সচেঞ্জ অফার। যাঁদের কাছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তাঁরা সেটি এক্সচেঞ্জ করে পেয়ে যেতে পারে বড়সড় ডিসকাউন্ট। ২০২২ সালের মে মাসের ৩১ তারিখের মধ্যে যাঁরা iPhone ক্রয় করবেন, তাঁরা পেয়ে যেতে পারেন এই আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার।
এছাড়াও পুরনো iPhone-এর পরিবর্তে এক্সট্রা ট্রেড-ইন-ক্রেডিট হিসেবে পাওয়া যেতে পারে ৩,০০০ টাকা এবং অ্যান্ড্রয়েড ফোনের পরিবর্তে পাওয়া যেতে পারে ১,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। এই এক্সট্রা ট্রেড-ইন-ক্রেডিট পাওয়া যাবে এক্সচেঞ্জ অফারের বাইরে।
এক নজরে দেখে নেওয়া যাক এমন ২০টি অ্যান্ড্রয়েড ফোন, যাতে পাওয়া যেতে পারে এক্সচেঞ্জ অফার...
advertisement
advertisement
OnePlus 7T - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ১৪,২০০ টাকার এক্সচেঞ্জ অফার।
OnePlus 5 - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ৭,৯০০ টাকার এক্সচেঞ্জ অফার।
OnePlus 6 - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ৯,৪০০ টাকার এক্সচেঞ্জ অফার।
আরও পড়ুন - অপেক্ষার অবসান, Whatsapp আপডেটে এ বার বড় ফাইল শেয়ারিংয়ের সুযোগ
OnePlus 6T - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ১০,৬০০ টাকার এক্সচেঞ্জ অফার।
advertisement
OnePlus 7 Pro - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ১৬,১০০ টাকার এক্সচেঞ্জ অফার।
OnePlus 7T - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ১৪,২০০ টাকার এক্সচেঞ্জ অফার।
OnePlus 8 - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ১৫,৩০০ টাকার এক্সচেঞ্জ অফার।
OnePlus 5T - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ৭,৩০০ টাকার এক্সচেঞ্জ অফার।
advertisement
OnePlus 8T - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ১৬,৩০০ টাকার এক্সচেঞ্জ অফার।
OnePlus Nord - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ১৩,৫০০ টাকার এক্সচেঞ্জ অফার।
Poco F1 - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ৭,১৬৫ টাকার এক্সচেঞ্জ অফার।
Samsung Galaxy M20 - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ৩,৯০০ টাকার এক্সচেঞ্জ অফার।
advertisement
Samsung Galaxy Note 9 - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ১১,০০০ টাকার এক্সচেঞ্জ অফার।
Samsung Galaxy S9+ - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ৬,৯০০ টাকার এক্সচেঞ্জ অফার।
আরও পড়ুন - Google বন্ধ করে দিচ্ছে কল রেকর্ডিং অ্যাপ! জানুন এবার কী করবেন
Samsung Galaxy S10 - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ১০,০০০ টাকার এক্সচেঞ্জ অফার।
advertisement
Samsung Galaxy S10+ - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ১২,১৫০ টাকার এক্সচেঞ্জ অফার।
Xiaomi Redmi Note 5 Pro - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ৩,৫২৫ টাকার এক্সচেঞ্জ অফার।
Xiaomi Redmi Note 7 Pro - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ৮,৪০০ টাকার এক্সচেঞ্জ অফার।
advertisement
Xiaomi Redmi Note 8 Pro - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ৬,১৮০ টাকার এক্সচেঞ্জ অফার।
Xiaomi Redmi Note 8 - এই ফোনে পাওয়া যেতে পারে প্রায় ৪,৯৯০ টাকার এক্সচেঞ্জ অফার।
Location :
First Published :
May 16, 2022 10:13 AM IST