iPhone 11-র থেকেও কম দামে বিক্রি হতে পারে iPhone 12! জানুন বিশদে...

Last Updated:

প্রথমেই থাকছে আইফোন ১২ মিনি। এতে থাকবে ৬৪ জিবি থেকে শুরু করে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অপশন।

দিন কয়েকের মধ্যেই বাজারে আসতে চলেছে আইফোন ১২। ইতিমধ্যেই এর দাম নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। টেক এক্সপার্টদের অনেকে বলছেন, আইফোন ১১-র থেকেও কম দামে দেশে বিক্রি হতে পারে আইফোন ১২। শোনা যাচ্ছে, আইফোন ১২ সিরিজের দাম শুরু হচ্ছে ৪৭ হাজার টাকা থেকে। এ ক্ষেত্রে আইফোন ১২ মিনির দাম হবে ৪৭,৫৮০ টাকা। এই সিরিজেই সব চেয়ে বেশি দামে বিক্রি হবে আইফোন ১২ প্রো ম্যাক্স। দাম হতে পারে ১,০২,৫৮০ টাকা। আসুন দেখে নেওয়া যাক আইফোন ১২ সিরিজের ফোনগুলির কোনটার দাম কত?
প্রথমেই থাকছে আইফোন ১২ মিনি। এতে থাকবে ৬৪ জিবি থেকে শুরু করে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অপশন। এ ক্ষেত্রে ৬৪ জিবি আইফোন ১২ মিনির দাম হবে ৪৭,৫৮০ টাকা। ১২৮ জিবি আইফোন ১২-র দাম হবে ৫১,২৫০ টাকা এবং ২৫৬ জিবি আইফোন ১২-র দাম হবে ৫৮,৫৮০ টাকা।
একই সুবিধা পাওয়া যাবে আইফোন ১২ মডেলেও। এ ক্ষেত্রে ৬৪ জিবি আইফোন ১২-র দাম হবে ৫৪,৯২০ টাকা। ১২৮ জিবি আইফোন ১২-র দাম হবে ৫৮,৫৮০ টাকা। ২৫৬ জিবি আইফোন ১২-র দাম হবে ৬৫,৯২০ টাকা।
advertisement
advertisement
এরপর থাকছে আইফোন ১২ প্রো মডেল। এতেও ১২৮ জিবি থেকে ৫১২ জিবি স্টোরেজ অপশন থাকছে। এ ক্ষেত্রে ১২৮ জিবির আইফোন ১২ প্রো মডেলের দাম হবে প্রায় ৭৩,২৫০ টাকা। ২৫৬ জিবির আইফোন ১২ প্রো মডেলের দাম হবে প্রায় ৮০,৫৮০ টাকা। ৫১২ জিবির আইফোন ১২ প্রো মডেলের দাম হবে প্রায় ৯৫,২৫০ টাকা।
advertisement
সব শেষে থাকছে আইফোন ১২ প্রো ম্যাক্স। এতেও ১২৮ জিবি থেকে ৫১২ জিবি স্টোরেজ অপশান থাকছে। এ ক্ষেত্রে ১২৮ জিবির আইফোনের দাম হবে প্রায় ৮০,৫৮০ টাকা। ২৫৬ জিবির আইফোনের দাম হবে প্রায় ৮৭,৯১০ টাকা এবং ৫১২ জিবির আইফোনের দাম হবে প্রায় ১,০২,৫৮০ টাকা।
উল্লেখ্য, এই মাসের শেষের দিকে আইফোন ১২ লঞ্চ করতে চলেছে অ্যাপল। এই নতুন আইফোনে থাকবে এ ১৪ বায়োনিকs চিপ। থাকবে অ্যাপলের লিডার সেন্সর। ডিজাইনেও পরিবর্তন হবে বলে শোনা গিয়েছে। পাশাপাশি আইফোন মিনি অর্থাৎ ৫.৪ ইঞ্চির স্ক্রিনের একটি নতুন আইফোন আনবে অ্যাপল।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone 11-র থেকেও কম দামে বিক্রি হতে পারে iPhone 12! জানুন বিশদে...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement