সন্ধ্যা ৬.৩০ থেকে iPhone 12 Mini, iPhone 12 Pro Max-এর প্রি-অর্ডার শুরু, জেনে নিন অফারগুলি!

Last Updated:

Apple retailer India iStore-র দামের তালিকা অনুযায়ী, এর পাশাপাশি, HDFC ক্রেডিট কার্ড দিয়ে iPhone 12 Mini কিনলে ৬০০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

iPhone 12 ও iPhone 12 Pro-এর সেল শুরু হয়েছে গত সপ্তাহেই। প্রি-অর্ডার শুরু হয়েছিল ২৩ অক্টোবর থেকে। এ বার Apple-এর iPhone 12 Mini ও iPhone 12 Pro Max-এর প্রি-অর্ডার শুরু হল। আজ সন্ধ্যা সাড়ে ছ'টা থেকেই Apple India Online স্টোরে শুরু হবে প্রি-অর্ডার। দেশে Apple-এর অফিসিয়াল রিটেলারদের কাছেও iPhone 12 Mini ও iPhone 12 Pro Max-এর প্রি-অর্ডার করা যাবে।
ফোনপ্রস্তুতকারী সংস্থার তরফে আগেই জানানো হয়েছে, iPhone 12-এর সমস্ত স্টোরেজ ও কালার অপশনেই পাওয়া যাবে প্রি-অর্ডারের সুবিধা। সেই মতো সমস্ত iPhone 12 Mini ও iPhone 12 Pro Max-এর কালার অপশনেই প্রি-অর্ডার করা যাবে। এ ক্ষেত্রে পাঁচটি অর্থাৎ লাল, সাদা, সবুজ, নীল ও কালো রঙে পাওয়া যাচ্ছে iPhone 12 Mini। অন্য দিকে, চারটি অর্থাৎ গ্রাফাইট, সিলভার, গোল্ড ও প্যাসিফিক ব্লু কালার অপশনে পাওয়া যাচ্ছে iPhone 12 Pro Max। বলা বাহুল্য, এ বছরের সব চেয়ে কম দামের ফোন হল iPhone 12 Mini আর সব চেয়ে বেশি দামের iPhone হল  iPhone 12 Pro Max। আকৃতিতেও পার্থক্য রয়েছে। একটা সব চেয়ে ছোট আর অন্যটা সব চেয়ে বড়।
advertisement
ফোনপ্রস্তুতকারী সংস্থার ঘোষণা অনুযায়ী ৬৪ GB স্টোরেজ অপশনে iPhone 12 Mini বিক্রি হচ্ছে ৬৯,৯০০ টাকায়। এর পাশাপাশি ১২৮ GB  ও ২৫৬ GB স্টোরেজ অপশনে এই ফোন বিক্রি হচ্ছে যথাক্রমে ৭৪,৯০০ ও ৮৪,৯০০ টাকায়। স্টোরেজ অপশন অনুযায়ী ১২৮ GB-র iPhone 12 Pro Max ফোনের দাম ১,২৯,৯০০ টাকা। আর ২৫৬ GB ও ৫১২ GB স্টোরেজ অপশনে এই ফোনের দাম পড়ছে যথাক্রমে ১,৩৯,৯০০ টাকা ও ১,৫৯,৯০০ টাকা।
advertisement
advertisement
এ বার জেনে নেওয়া যাক কী কী অফার থাকছে! Apple-এর অফিসিয়াল অনলাইন স্টোরে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে নতুন iPhone 12 Mini-তে ২২,০০০ টাকার ছাড় মিলছে আর iPhone 12 Pro Max-এর ক্ষেত্রে ৩৪,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলছে। অন্য দিকে, HDFC ক্রেডিট কার্ড দিয়ে কিনলে iPhone 12 Mini-তে ৬০০০ টাকা ও iPhone 12 Pro Max-এ ৫০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছেন Apple-এর অফিসিয়াল রিটেলাররা।
advertisement
Apple retailer India iStore-র দামের তালিকা অনুযায়ী, এর পাশাপাশি, HDFC ক্রেডিট কার্ড দিয়ে iPhone 12 Mini কিনলে ৬০০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। আর ডেবিট কার্ড দিয়ে কিনলে থাকছে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড়। অন্য দিকে, HDFC ক্রেডিট কার্ড দিয়ে iPhone 12 Mini কিনলে ৫০০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। আর ডেবিট কার্ড দিয়ে কিনলে থাকছে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড়। Cashify ও Servify-তে থাকছে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারও। এর পাশাপাশি রিটেলারদের তরফে ১৬ মাস পর্যন্ত নো কস্ট EMI অফার দেওয়া হচ্ছে। খোদ Apple-এর তরফেই একটি ফিনান্সিং অপশন দেওয়া হয়েছে। যেখানে জিরো ডাউন পেমেন্টেই ফোন কিনতে পারেন ক্রেতারা।
advertisement
Apple-এর ফোন কেনার পাশাপাশি থাকছে Apple trade-in অপশন। এ ক্ষেত্রে যদি আপনি আপনার পুরনো স্মার্টফোন বা iPhone এক্সচেঞ্জ করতে যান, তা হলে প্রায় ২২,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। তবে নানা শর্তাবলী রয়েছে। আপনার জন্য থাকছে AppleCare+ কভারেজ। iPhone 12-এর জন্য এই AppleCare+ কভারেজের মূল্য ১৬,৯০০ টাকা। এই পরিষেবার সাহায্যে আপনি কভার প্যাকেজের ক্ষেত্রে দু'-বছর পর্যন্ত ওয়ারেন্টি পেতে পারেন। সঙ্গে থাকছে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রোটেকশন, ব্যাটারি কভারেজও। যদি কোনও রকম বিভ্রান্তি দেখা দেয়, অর্থাৎ iPhone-এর কোন মডেলটি কিনবেন বুঝতে পারছেন না কিংবা কোনও ফিচার নিয়ে সমস্যায় রয়েছেন, তা হলে সরাসরি iPhone স্পেশ্যালিস্টদের সঙ্গে কথা বলে নিতে পারেন। ফোন কেনা হয়ে গেলে স্পেশ্যালিস্টদের সঙ্গে একটি পোস্ট ডেলিভারি সেশনও হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সন্ধ্যা ৬.৩০ থেকে iPhone 12 Mini, iPhone 12 Pro Max-এর প্রি-অর্ডার শুরু, জেনে নিন অফারগুলি!
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement