Phone 12 Price Drop: এক ধাক্কায় অনেকটা পড়েছে দাম, iPhone 12 এখন মিলবে অনেক কম দামে
- Published by:Suman Majumder
Last Updated:
iPhone 13 বাজারে আসার আগে iPhone 12-র ওপর দেওয়া হচ্ছে এই বিশাল ছাড়।
#কলকাতা: এখন যে একেবারে জলের দর, তা কিন্তু নয়! তবে তার পরেও এটা স্বীকার করে নিতেই হয় যে এক ধাক্কায় দাম অনেকটাই পড়ে গিয়েছে আগের চেয়ে। iPhone 12 এখন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় কম দামে। iPhone 13 বাজারে আসার আগে iPhone 12-র ওপর দেওয়া হচ্ছে এই বিশাল ছাড়। ফ্লিপকার্টের (Flipkart) পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই আকর্ষণীয় অফার।
এক নজরে দেখে নেওয়া যাক এর দাম-
iPhone 12 ৬৪ GB-র দাম ৭৯,৯০০ এর বদলে ৬৬,৯৯৯ টাকা
advertisement
iPhone 12 ২৫৬ GB-র দাম ৯৪,৯০০ এর বদলে ৮১,৯৯৯ টাকা
সেপ্টেম্বরের ১৪ তারিখেই বাজারে আসতে চলেছে iPhone 13। আইফোনের এই নতুন মডেল বাজারে আসার আগে, iphone 12-র জন্য আকর্ষণীয় অফার নিয়ে এলো ফ্লিপকার্ট। iphone 12-র ৬৪ ও ২৫৬ জিবি মডেল দু'টি ফ্লিপকার্টে পাওয়া যাবে আকর্ষণীয় কম দামে। শুধুমাত্র কম দামেই না, ক্রেতাদের জন্য রয়েছে আরও অনেক সুবিধা। ক্রেতারা পুরনো ফোনের বদলে সর্বোচ্চ ১৫ হাজার টাকার সুবিধা লাভ করতে পারবেন। ফ্লিপকার্ট দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) ক্রেডিট কার্ডের উপর ৫ পার্সেন্ট ক্যাশব্যাক। এছাড়াও ক্রেতারা নির্দিষ্ট কার্ডের মাধ্যমে প্রতি মাসে ১২,০০০ টাকার ইএমআই-এর মাধ্যমে এই ফোন কিনতে পারবেন। iPhone 12-র অবিশ্বাস্য এই কম দাম কিন্তু যে কোনও মুহূর্তে বেড়ে যেতে পারে, কারণ এই অফার শুধুমাত্র আগ্রহী ক্রেতাদের কথা মাথায় রেখে সাময়িক সময়ের জন্য দেওয়া। তাই সাধ্য থাকলে আর দেরি না করে, এখনই বুক করে ফেলা যায় নিজের পছন্দের iPhone 12 মডেল।
advertisement
আরও পড়ুন- কম খরচে এই আনলিমিটেড ব্রডব্যান্ড প্ল্যানগুলি ওয়ার্ক ফ্রম হোমে দারুণ সাশ্রয়ী
iPhone 12 পাওয়া যাচ্ছে পাঁচটি রঙে- কালো, নীল, সবুজ, লাল এবং হলুদ। OLED স্কিনের এই iPhone 12 ৬.১ ইঞ্চির, যা ভিডিও দেখা, পড়া এবং লেখার ক্ষেত্রে খুবই সুবিধাজনক ও আরামদায়ক হবে। এই iPhone 12-র অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সামনে ও পেছনের ১২ মেগাপিক্সেল ক্যামেরার মাধ্যমে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। A14 বায়োনিক চিপসেট, 5G মোডেম, ওয়্যারলেস চার্জিং সাপোর্টের সুবিধা ছাড়াও iPhone 12-তে C পোর্ট USB টাইপের সুবিধাও পাওয়া যাবে।
advertisement
পুজোর আগে ফ্লিপকার্টের এই ধামাকা অফার iPhone-প্রেমীদের জন্য এক বিশাল সুখবর। এত কম দামে এই সুবর্ণ সুযোগ কিন্তু বার বার আসবে না। ফ্লিপকার্টের এই ক্ষণিকের বাম্পার অফারের মাধ্যমে কিনে ফেলা যায় পছন্দের iphone 12 মডেল। কারণ এই অবিশ্বাস্য অফার আবার কবে পাওয়া যাবে, তার কোনও ঠিক নেই!
Location :
First Published :
September 14, 2021 2:44 PM IST