Flipkart Big Billion Days Sale: একেবারে জলের দরে, ৬ হাজারেরও কমে কিনুন Realme C30! জানুন কিভাবে

Last Updated:

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে Realme C30 ফোনটি ৮,৪৯৯ টাকার পরিবর্তে পাওয়া যাবে ৫,৭৯৯ টাকায়।

Flipkart Big Billion Days Sale: জনপ্রিয় অনলাইন ই-কমার্স Flipkart-এ আবার শুরু হতে চলেছে ধামাকা সেল। জানা গিয়েছে যে, জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট আবার নিয়ে আসতে চলেছে তাদের Flipkart Big Billion Days সেল। ফ্লিপকার্টের তরফে এখনও এই বিগ বিলিয়ন ডেজ সেলের অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি। কিন্তু, খুব তাড়াতাড়ি যে, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হতে চলেছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। কারণ ফ্লিপকার্টের সেই সেলের বিজ্ঞাপন ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে।
সেই সেলে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাবে আকর্ষণীয় কম দামে। জানা গিয়েছে যে, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে Realme-র একটি বাজেট ফোন লঞ্চ করা হতে পারে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে Realme C30 ফোনটি ৮,৪৯৯ টাকার পরিবর্তে পাওয়া যাবে ৫,৭৯৯ টাকায়। এছাড়াও যে সকল গ্রাহক অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করবেন, তাঁরা আরও ১০ শতাংশ ছাড় পেয়ে যাবেন।
advertisement
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে Realme C30 ফোনটি পাওয়া যাবে আকর্ষণীয় কম দামে। Realme C30 ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে এবং ওয়াটারড্রপ নচ। Realme C30 ফোনে ব্যবহার করা হয়েছে ৮ কোর ১২ এনএমের ইউনিসক টি৬১২ চিপ। Realme C31 ফোনেও ব্যবহার করা হয়েছে এই একই চিপ।
advertisement
advertisement
Realme C30 ফোনে ব্যবহার করা হয়েছে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ। Realme C30 ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। Realme C30 ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১১ ডিভাইস যা Realme UI Go Edition সফটওয়্যার যুক্ত।
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
Realme C30 ফোনে ব্যবহার করা হয়েছে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, যা এফ/২.০ ( f/2.0) অ্যাপারচার যুক্ত। Realme C30 ফোনের এই ক্যামেরা ১০৮০পি/৩০ এফপিএস (1080P/30fps) ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। Realme C30 ফোনের সামনে সেলফি তোলার জন্য ব্যবহার করা হয়েছে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
advertisement
Realme C30 ফোনে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। Realme C30 ফোনে ব্যবহার করা হয়েছে মাইক্রো-ইউএসবি ১০ ডব্লু চারজিং। Realme C30 ফোনে ব্যবহার করা হয়েছে ৪জি, ২জি এবং ৩জি সাপোর্ট। এছাড়াও Realme C30 ফোনে ব্যবহার করা হয়েছে জিপিএস, ব্লুটুথ, ওয়াই-ফাই এবং ওটিজি-র মতো ফিচার।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Flipkart Big Billion Days Sale: একেবারে জলের দরে, ৬ হাজারেরও কমে কিনুন Realme C30! জানুন কিভাবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement