ফ্লিপকার্টে iPhone 14-র উপরে পাওয়া যাচ্ছে ধামাকা অফার, সব ডিল দেখে নিন এখনই

Last Updated:

অ্যাপল সম্প্রতি তাদের বহু প্রতীক্ষিত iPhone 14 লঞ্চ করেছে। iPhone 14-র প্রাথমিক মূল্য ৭৯,৯০০ টাকা।

অ্যাপল সম্প্রতি তাদের বহু প্রতীক্ষিত iPhone 14 লঞ্চ করেছে। iPhone 14-র প্রাথমিক মূল্য ৭৯,৯০০ টাকা।
জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে iPhone 14-র উপরে পাওয়া যাচ্ছে ধামাকা অফার। ফ্লিপকার্টে iPhone 14-র উপরে পাওয়া যাচ্ছে ২,৫০০ টাকার ছাড়। এর ফলে এর দাম হয়ে যাচ্ছে ৭৭,৪০০ টাকা। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট নন-ইএমআই, ক্রেডিট এবং ডেবিট কার্ডের ইএমআই লেনদেনে ৫,০০০ টাকার তাৎক্ষণিক ছাড়ও পাওয়া যাবে। এর ফলে এই অফারে iPhone 14-র দাম হয়ে যাচ্ছে ৭২,৪০০ টাকা। এছাড়াও এই ফোনের উপরে পাওয়া যাচ্ছে আরও বিভিন্ন ধরনের অফার।
advertisement
ফ্লিপকার্টে গ্রাহকদের এই ফোনে ২০,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। গ্রাহকরা যদি এই অফারের সুবিধা নিতে সক্ষম হন, তাহলে তাঁরা মাত্র ৫১,৯০০ টাকায় ফোনটি কিনতে পারবেন। তবে, মনে রাখতে হবে যে সর্বাধিক ছাড় পেতে, এক্সচেঞ্জ হওয়া ফোনটি অবশ্যই ভাল অবস্থায় থাকতে হবে। অর্থাৎ ফোনের অবস্থার উপরে এক্সচেঞ্জ মূল্য নির্ভর করবে।
advertisement
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
iPhone 14 হল অ্যাপল কোম্পানির ১৪ সিরিজের বেস মডেল। এই সিরিজের অধীনে, iPhone 14 Pro, iPhone 14 Pro Max এবং iPhone 14 Plus ফোন লঞ্চ করা হয়েছিল। কিন্তু, কম লোকই iPhone 14 কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। কারণ এর বৈশিষ্ট্য এবং ডিজাইন iPhone 13-র মতোই।
advertisement
ফিচার -
iPhone 14 হল এখন কোম্পানির সর্বশেষ স্মার্টফোন। এই মুহূর্তে এটিকে ডিসকাউন্ট সহ কেনার একটি ভাল সুযোগ রয়েছে। এর ফিচার হিসাবে, এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.১-ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর (XDR) ডিসপ্লে এবং এ১৫ (A15) বায়োনিক প্রসেসর। ফটোগ্রাফির জন্য, আইফোন ১৪ এর পিছনে ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফির জন্য এই ফোনের সামনে শুধুমাত্র ১২ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
advertisement
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
iPhone 14-র-র ১২৮ জিবি ভ্যারিয়েন্ট বর্তমানে ফ্লিপকার্টে ৭৭,৪০০ টাকায়, ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট ৮৭,৪০০ টাকায় এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্ট ১,০৭,৪০০ টাকায় পাওয়া যাচ্ছে। আইফোন ১৪ পাওয়া যাচ্ছে লাল, নীল এবং মিডনাইট রঙের বিকল্পে।
advertisement
এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, অ্যামাজনে iPhone 14-র ১২৮ জিবি মডেল বিক্রি হচ্ছে ৭৭,৪০০ টাকায় এবং এখানেও অনেক ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফ্লিপকার্টে iPhone 14-র উপরে পাওয়া যাচ্ছে ধামাকা অফার, সব ডিল দেখে নিন এখনই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement