Android Icons List: আপনার অ্যান্ড্রয়েড ফোনেই আছে এই ৯ আইকন; এদের কাজ কী জানেন তো ?

Last Updated:

Android Icons List: যাঁরা নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনেছেন, তাঁরা দেখে নিন অ্যান্ড্রয়েড ফোনের ৯টি গুরুত্বপূর্ণ আইকনের বিষয়ে।

Android Important Icons List: এদের ছাড়া কাজ চলে না। অতএব, যাঁরা নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনেছেন, তাঁরা দেখে নিন অ্যান্ড্রয়েড ফোনের ৯টি গুরুত্বপূর্ণ আইকনের বিষয়ে।
মাইক (Mic) - এটি হল মাইক্রোফোন আইকন। এর আইকনে ক্লিক করে খুব সহজেই যে কোনও কিছু সার্চ করা যায়। এই আইকনে ক্লিক করে যা বলা হবে সেটাই দেখা যাবে ফোনে। এটি অ্যান্ড্রয়েড ফোনের একটি খুবই গুরুত্বপূর্ণ আইকন।
শেয়ার (Share) - এটি হল শেয়ার আইকন। এর মাধ্যমে যে কোনও কিছু অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে। বিভিন্ন ধরনের ফটো, ভিডিও ইত্যাদি শেয়ার করা সম্ভব।
advertisement
advertisement
মেনু (Menu) - তিনটি লাইনের এই আইকন হল মেনু আইকন। এই তিনটি লাইনের আইকন দেখা গেলেই এটি ক্লিক করে দেখা সম্ভব মেনু।
আরও পড়ুন - WhatsApp দিয়ে কী ভাবে ব্যবহার করবেন Digilocker? দেখে নিন এক নজরে
ওয়াই-ফাই (Wi-Fi) - এটি হল ওয়াই-ফাই আইকন। এই ওয়াই-ফাই আইকনের সঙ্গে কানেক্ট করে ব্যবহার করা যাবে ওয়্যারলেস ইন্টারনেট। বাড়িতে, অফিসে এবং যে কোনও জায়গায় এটি ব্যবহার করা সম্ভব।
advertisement
মোবাইল ডেটা (Mobile Data) - এটি হল মোবাইল ডেটা আইকন। মোবাইল ডেটা ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। এর মাধ্যমে নিজের ফোনের নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব।
ব্লুটুথ (Bluetooth) - এটি হল ব্লুটুথ আইকন। এই আইকন ব্যবহার করে ওয়্যারলেস কানেক্ট করা সম্ভব অন্যান্য ফোন এবং বিভিন্ন ডিভাইসের সঙ্গে। এই ব্লুটুথ আইকন অন করে হেডফোনের সঙ্গেও কানেক্ট করা যায়। সুতরাং এই আইকনের মাধ্যমে কানেক্ট করা যায় বিভিন্ন ধরনের ডিভাইসের সঙ্গে। এছাড়াও ওয়্যারলেস বিভিন্ন সুবিধা পাওয়া যায়।
advertisement
আরও পড়ুন - এর লাভজনক অফার, একবার রিচার্জ করে সারা বছর কলিং, ডেটা ফ্রি!
ক্যামেরা (Camera) - এটি হল ক্যামেরা আইকন। এই আইকনে ট্যাপ করলেই ওপেন করা যাবে ফোনের ক্যামেরা। এরপর ফোনের ক্যামেরা দিয়ে বিভিন্ন ধরনের ফটো এবং ভিডিও তোলা সম্ভব।
সেটিং (Setting) - এটি হল সেটিং আইকন। এই সেটিং অপশন ফোনের মধ্যে রয়েছে গিয়ার আইকনের মতো। সেই সেটিং অপশনে ক্লিক করে ফোনের বিভিন্ন ধরনের সেটিং চালু করা সম্ভব। এই সেটিং অপশনের মধ্যেই রয়েছে বিভিন্ন ধরনের অপশন। ফোনের বিভিন্ন ধরনের পরিবর্তন করার জন্য এই সেটিং অপশন ব্যবহার করা হয়।
advertisement
মোর (More) - এটি হল মোর আইকন। এটি দেখতে তিনটি ভারটিকাল ডটের মতো। সুতরাং এই তিনটি ভারটিকাল ডটের ক্লিক করলেই খুলে যাবে মোর অপশন। তার পর ফোন অপারেট করা যাবে ইচ্ছা মতো।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Android Icons List: আপনার অ্যান্ড্রয়েড ফোনেই আছে এই ৯ আইকন; এদের কাজ কী জানেন তো ?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement