Microsoft Security Blunder: মাইক্রোসফট কর্মীদেরই তথ্য ফাঁস! এক মাস খোলা পড়ে রইল সার্ভার, তোলপাড় নেটদুনিয়া

Last Updated:

Microsoft Security Blunder: এই ঘটনায় মাইক্রোসফট কর্মীরা সাইবার হামলার মুখে পড়তে পারেন। যদি এখনই পাসওয়ার্ড পরিবর্তন না করা হয়, তাহলে হ্যাক হতে পারে তাঁদের অ্যাকাউন্টও।

মাইক্রোসফট কর্মীদেরই তথ্য ফাঁস! এক মাস খোলা পড়ে রইল সার্ভার, তোলপাড় নেটদুনিয়া
মাইক্রোসফট কর্মীদেরই তথ্য ফাঁস! এক মাস খোলা পড়ে রইল সার্ভার, তোলপাড় নেটদুনিয়া
কলকাতা: এ যেন বাঘের ঘরে ঘোগের বাসা! মাইক্রোসফট কর্মীদেরই ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেল অনলাইনে। ব্যাপারটা কী? গত মাসে একটি সার্ভার লক করেছিল মাইক্রোসফট। সেখান থেকেই কর্মীদের পাসওয়ার্ড, কী এবং অন্যান্য তথ্য ফাঁস হয়ে গিয়েছে ইন্টারনেটে। গোটা ঘটনাটাই অবশ্য অসাবধানতাবশত ঘটেছে।
সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল, এই ঘটনায় মাইক্রোসফট কর্মীরা সাইবার হামলার মুখে পড়তে পারেন। যদি এখনই পাসওয়ার্ড পরিবর্তন না করা হয়, তাহলে হ্যাক হতে পারে তাঁদের অ্যাকাউন্টও।
মাইক্রোসফট কর্মীদের তথ্য ফাঁস! ঠিক কী হয়েছে? টেকক্রাঞ্চ-এর একটি প্রতিবেদনে নিরাপত্তা গবেষকদের উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে, মাইক্রোসফটের Azure বিং সার্চ ইঞ্জিনের সঙ্গে লিঙ্ক করা একটি সার্ভার হোস্ট করছে, যার কোনও পাসওয়ার্ড নেই। এর অর্থ হল, সার্ভারে সংরক্ষিত সমস্ত সংবেদনশীল তথ্য সবার মাঝে হাট করে খোলা রয়েছে। ইন্টারনেটে যে কেউ তার অ্যাক্সেস পেতে পারে।
advertisement
advertisement
চলতি বছরের ৬ ফেব্রুয়ারি এই ঘটনা সামনে আসে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। তার প্রায় এক মাস পর মাইক্রোসফটের টনক নড়ে। ৫ মার্চ তারা সমস্ত তথ্য সুরক্ষিত করে। নিরাপত্তা গবেষকরা বলছেন, প্রায় এক মাস আনলক অবস্থায় পড়েছিল সার্ভার। এর মধ্যে কেউ সার্ভারে ঢুকে তথ্য হাতিয়েছে কি না, এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না।
advertisement
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এই সময়ের মধ্যে যে কোনও হ্যাকার মাইক্রোসফট কর্মীদের পাসওয়ার্ড দিয়ে খুব সহজে মাইক্রোসফটের অন্যান্য সার্ভার বা ডেটাবেসে তথ্য হাতিয়ে নিতে পারে। এমনকী র‍্যানস্যামওয়্যার দিয়ে সংক্রামিত করতে পারে। এতে কোম্পানির বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিরাপত্তার জন্য যখন সার্ভারগুলোকে আরও আঁটসাঁট করার প্রয়োজনীয়তা নিয়ে চর্চা চলছে, সেই সময় যদি লক্ষ লক্ষ ডেটা নিয়ে কাজ করা মাইক্রোসফটের মতো কোম্পানির এক মাস নিজেদের সার্ভার খোলা রেখে দেওয়ার ঘটনা জানা যায়, তখন টেক জায়ান্ট সংস্থাগুলোর সামগ্রিক সাইবার নিরাপত্তার মান নিয়ে চিন্তিত হওয়া স্বাভাবিক। বর্তমানে এআই নিয়ে কাজ করছে মাইক্রোসফট। কিন্তু এমন ফাঁস বারবার ঘটলে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠবেই।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Microsoft Security Blunder: মাইক্রোসফট কর্মীদেরই তথ্য ফাঁস! এক মাস খোলা পড়ে রইল সার্ভার, তোলপাড় নেটদুনিয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement