Malware on Android: আন্ড্রয়েডে বিপদ! ৬০টি অ্যাপে রয়েছে ভয়ানক ম্যালওয়্যার, জেনে নিন বিস্তারিত

Last Updated:

Google Play Store-এ থাকা প্রায় ৬০টি অ্যান্ড্রয়েড অ্যাপ-এ একটি বিপজ্জনক ম্যালওয়ার কাজ করছে বলে জানা গিয়েছে।

আন্ড্রয়েডে বিপদ! ৬০টি অ্যাপে রয়েছে ভয়ানক ম্যালওয়্যার, জেনে নিন বিস্তারিত
আন্ড্রয়েডে বিপদ! ৬০টি অ্যাপে রয়েছে ভয়ানক ম্যালওয়্যার, জেনে নিন বিস্তারিত
প্রযুক্তি ক্রমাগত উন্নত হচ্ছে আর সেই সঙ্গে বাড়ছে জালিয়াতি। প্রযুক্তিকে কাজে লাগিয়েই সারা বিশ্বজুড়ে পাতা হচ্ছে প্রতারণার ফাঁদ। যার অন্যতম হাতিয়ার নানা ধরনের অ্যাপ।
বর্তমানে সারা বিশ্বের এক বড় সংখ্যার মানুষের হাতে রয়েছে স্মার্টফোন। আর এই সব স্মার্টফোন ভরে থাকে নানা অ্যাপে। আসলে অ্যাপ না থাকলে স্মার্টফোন আদৌ স্মার্ট হতে পারে না।
যাঁরা এই মুহূর্তে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করছেন, তাঁদের অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন। আসলে, Google Play Store-এ থাকা প্রায় ৬০টি অ্যান্ড্রয়েড অ্যাপ-এ একটি বিপজ্জনক ম্যালওয়ার কাজ করছে বলে জানা গিয়েছে। সব থেকে বড় কথা হল, এই অ্যাপগুলি ব্যাপক জনপ্রিয়। বহু মানুষের মোবাইলেই রয়েছে এগুলি। ১০০ মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে বলে জানা গিয়েছে। জেনে নেওয়া যাক কীভাবে এই প্রযুক্তিগত সমস্যা এড়ানো যায়—
advertisement
advertisement
একটি প্রতিবেদনে বলা হয়েছে, Google Play Store-এ থাকা কয়েকটি অ্যান্ড্রয়েড অ্যাপে প্রবেশ করেছে মারাত্মক ম্যালওয়্যার Goldoson। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই ম্যালওয়্যারটি ৬০টি অ্যাপকে সংক্রমিত করেছে। এসব অ্যাপ এখনও পর্যন্ত ১০০ মিলিয়ন ডাউনলোড হয়েছে।
advertisement
McAfee-এর গবেষক দল এই ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে। তাদের দাবি, এটি ব্যবহারকারীর ইনস্টল করা অ্যাপ থেকে ওয়াইফাই এবং ব্লুটুথ সংযুক্ত ডিভাইস এবং GPS নির্দেশাবলী-সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে নিতে পারে।
এই অ্যাপগুলির মধ্যে রয়েছে L.PAY-সহ L.POINT, সোয়াইপ ব্রিক ব্রেকার, মানি ম্যানেজার খরচ ও বাজেট, জিওএম প্লেয়ার, লাইভ স্কোর, রিয়েল-টাইম স্কোর, পিকিকাস্ট, কম্পাস 9: স্মার্ট কম্পাস, জিওএম অডিও এবং বেশ কয়েকটি অ্যাপ।
advertisement
যেসব ব্যবহারকারীরা Google Play থেকে সংক্রামিত এই অ্যাপ ইনস্টল করেছেন তাঁদের অবিলম্বে এই অ্যাপগুলির সর্বশেষ সংস্করণ আপডেট করা উচিত। যাতে সম্ভাব্য ঝুঁকি কমানো যায়। অ্যাডওয়্যার এবং ম্যালওয়্যার সংক্রমণের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে ডিভাইসের অতিরিক্ত গরম হওয়া এবং দ্রুত ব্যাটারি ফুরিয়ে যাওয়া।
Goldoson এবং অন্য ম্যালওয়্যার থেকে নিজের অ্যান্ড্রয়েড মোবাইল সুরক্ষিত করতে, সবসময় শুধুমাত্র বিশ্বস্ত উৎস থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে। সর্বদা তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর এড়িয়ে চলা দরকার।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Malware on Android: আন্ড্রয়েডে বিপদ! ৬০টি অ্যাপে রয়েছে ভয়ানক ম্যালওয়্যার, জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement