WhatsApp Lock: আপনার চ্যাট অন্যের হাতে যাবে কেন! এক নজরে দেখে নিন WhatsApp লক করার উপায়!
- Published by:Ankita Tripathi
- Written by:Trending Desk
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক নিজেদের WhatsApp চ্যাট সুরক্ষিত রাখার জন্য WhatsApp কীভাবে লক করে রাখা যায়।
জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এর জনপ্রিয়তা দিন দিন আরও বেড়ে চলেছে। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় এবং এর কয়েক মিলিয়ন ইউজার রয়েছে। WhatsApp এই সকল ইউজারের কথা মাথায় রেখে একটার পর একটা নতুন ফিচার লঞ্চ করে চলেছে। কারণ ইউজাররা ব্যক্তিগত এবং পেশাগতভাবে এই WhatsApp ব্যবহার করেন।
advertisement
এমন পরিস্থিতিতে অনেক গুরুত্বপূর্ণ চ্যাট এবং তথ্য এতে উপস্থিত রয়ে যায়। সেই কারণেই এটি সুরক্ষিত রাখা খুবই জরুরি। অন্যথায় যে কেউ WhatsApp ইউজারদের চ্যাট পড়তে পারেন। এর জন্য WhatsApp ইতিমধ্যেই চালু করেছে একটি ফিচার। যা WhatsApp-এর ইউজারদের ব্যক্তিগত চ্যাট সুরক্ষিত রাখতে সাহায্য করবে।
advertisement
WhatsApp ইউজারদের সুরক্ষার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি ফিচার চালু করেছে। কিন্তু অনেক এমন ইউজার রয়েছেন, যারা WhatsApp-এর এই সকল ফিচার সম্পর্কে ভাল করে জানেন না। WhatsApp-এর অনেক ইউজার সঠিক ভাবে জানেন না WhatsApp লক করার উপায়। এক নজরে দেখে নেওয়া যাক নিজেদের WhatsApp চ্যাট সুরক্ষিত রাখার জন্য WhatsApp কীভাবে লক করে রাখা যায়।
advertisement
অ্যান্ড্রয়েড ফোনে WhatsApp লক করার জন্য প্রথমেই ইউজারদের WhatsApp অ্যাপটি ওপেন করতে হবে। তারপর স্ক্রিনের ডান দিকে থাকা তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে Settings অপশনে যেতে হবে।
advertisement
এর পরে ইউজারদের Privacy অপশনে ক্লিক করতে হবে। তারপর Fingerprint Lock অপশনে যেতে হবে। তারপর এখানে টগল এনেবল করতে হবে। এর পরে ইউজাররা একটি পপ-আপ দেখতে পাবেন। সেখানে ইউজারদের আঙুলের ছাপ দিতে বলা হবে।
advertisement
এই ক্ষেত্রে ইউজারদের সেই আঙুলের ছাপই ব্যবহার করতে হবে, যা ইতিমধ্যেই ফোনের জন্য ব্যবহার করা হয়েছে। আঙুলের ছাপ যাচাই করার পরে সেটি চালু হবে। এছাড়াও এখানে ইউজাররা অবিলম্বে, ১ মিনিট বা ৩০ মিনিট পরে অ্যাপটি লক করার বিকল্প অপশন পেয়ে যাবেন।
advertisement
অন্য দিকে, ইউজাররা যদি আইফোনে WhatsApp ব্যবহার করেন, তবে অ্যাপটি লক করতে প্রথমেই ইউজারদের সেই অ্যাপটি খুলতে হবে। তারপর স্ক্রিনের নিচে থাকা Settings অপশনে ক্লিক করতে হবে।
advertisement