জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এর জনপ্রিয়তা দিন দিন আরও বেড়ে চলেছে। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় এবং এর কয়েক মিলিয়ন ইউজার রয়েছে। WhatsApp এই সকল ইউজারের কথা মাথায় রেখে একটার পর একটা নতুন ফিচার লঞ্চ করে চলেছে। কারণ ইউজাররা ব্যক্তিগত এবং পেশাগতভাবে এই WhatsApp ব্যবহার করেন।
WhatsApp ইউজারদের সুরক্ষার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি ফিচার চালু করেছে। কিন্তু অনেক এমন ইউজার রয়েছেন, যারা WhatsApp-এর এই সকল ফিচার সম্পর্কে ভাল করে জানেন না। WhatsApp-এর অনেক ইউজার সঠিক ভাবে জানেন না WhatsApp লক করার উপায়। এক নজরে দেখে নেওয়া যাক নিজেদের WhatsApp চ্যাট সুরক্ষিত রাখার জন্য WhatsApp কীভাবে লক করে রাখা যায়।