একটা হেলমেট, তাতে এত কিছু! দামও এত কম! বাইক চালানোর মজা হবে দ্বিগুণ
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
এই LED ইন্ডিকেটর দেওয়া হেলমেট প্রায় ৪ হাজার টাকায় লঞ্চ করা হয়েছিল, এক নজরে এর অন্যান্য ফিচারগুলোও দেখে নেওয়া যাক!
কলকাতা: বাইক বললেই সঙ্গে সঙ্গে হেলমেটের কথা মাথায় আসে। তার আবার কত রকমের ডিজাইনও! ঠিক যেন রঙের রায়ট, ফ্যাশন স্টেটমেন্টেরও। সন্দেহ নেই, তা আরোহীর নিরাপত্তা মাথায় রেখেই ডিজাইন করা হয়। তার পরেও বাইক দুর্ঘটনা ঘটে। চলন্ত বাইকে ফোন ধরতে গিয়েও ঘটে, পিছন থেকে আসা গাড়ি থেকেও ঘটে।
বাইক দুর্ঘটনা এবং যাত্রীদের নিরাপত্তার প্রসঙ্গ যদি বিশেষ করে ওঠে, তাহলে এক স্মার্ট হেলমেটের কথা বলতেই হয়। আসলে, গত বছর, স্টিলবার্ড ভারতে SBA 8 BT নামে এমন এক হেলমেট লঞ্চ করেছিল যাতে ব্লুটুথ কানেকশন ছিল। তবে, তার চেয়েও বেশি করে নজর কেড়ে নিয়েছিল সবার এই হেলমেটের শক্তিশালী LED ইন্ডিকেটর।
এই LED ইন্ডিকেটর সিস্টেম নিঃসন্দেহেই বাইক আরোহীদের দুর্দান্ত নিরাপত্তা প্রদান করে। কারণ যত দ্রুতই গাড়ি চলুক না কেন, যত দূরেই তা থাক না কেন, স্পষ্ট ভাবে হেলমেটের ইন্ডিকেটরের আলো চোখে পড়বে।। এই LED ইন্ডিকেটর দেওয়া হেলমেট প্রায় ৪ হাজার টাকায় লঞ্চ করা হয়েছিল, এক নজরে এর অন্যান্য ফিচারগুলোও দেখে নেওয়া যাক!
advertisement
advertisement
আরও পড়ুন- KKR-এর কি আশা শেষ? কত পয়েন্ট পেলে নাইটরা খেলবে IPL প্লে-অফ? হিসেব একদম সোজা
সবার আগে নিরাপত্তা সংক্রান্ত গঠনগত বৈশিষ্ট্যের কথা না বললেই নয়। এই হেলমেট আইএসআই সার্টিফায়েড, ফলে তা যে সরকার নির্ধারিত যথাযথ সুরক্ষা মান অনুসরণ করে তৈরি, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা চলে না। এর ঠিক পরেই আসে হাই রেজিস্ট্যান্ট ABS শেলের কথা। এই হেলমেটের শেল ABS উপাদান দিয়ে তৈরি যা খুবই শক্তিশালী এবং দুর্ঘটনার ক্ষেত্রে আরোহীকে নিরাপদ রাখতে সহায়ক। বাইরের স্তর ছাড়া ভিতরে রয়েছে মাল্টি-ডেনসিটি ইপিএস লাইনিং, যা দুর্ঘটনার সময় কার্যকরভাবে আরোহীর মাথা বাঁচায়।
advertisement
এবার আসতে হয় আরামের বিষয়ে। এই হেলমেটে এয়ার চ্যানেল এবং একাধিক ভেন্ট রয়েছে যা বায়ুপ্রবাহ বজায় রাখে। তাই গরমের দিনেও হেলমেট পরা আরোহীর জন্য বিরক্তিকর হবে না। সঙ্গে হেলমেটটিতে নরম এবং বায়ুচলাচল করে এমন প্যাডিং দেওয়া হয়েছে। ফলে, অনেকক্ষণ পরে থাকতে হলেও আরোহীর কষ্ট হবে না। সবচেয়ে বড় কথা, হেলমেটের ভিতরের অংশটা বের করে এনে সহজেই জল এবং সাবান দিয়ে পরিষ্কার করা যায়। তাই, ব্যাকটেরিয়া সংক্রমণের হাত থেকেও মুক্তি মেলে।
advertisement
সবশেষে ডিজাইনের অভিনবত্ব উল্লেখ না করলেই নয়। হেলমেটটিতে একটি ফ্লিপ-আপ ডিজাইন রয়েছে যা আরোহী বাতাস নিতে বা জল পান করতে ব্যবহার করতে পারেন।
আছে ব্লুটুথ কানেক্টিভিটি। ফোনে হাত না দিয়েই কল তুলতে পারবেন আরোহী। তবে, কল নিতে হলে গাড়ি থামানোই উচিত হবে। আর যতই ব্লুটুথ থাক, গান শোনা বাইক চালানোর সময়ে উচিত হবে না। এর পাশাপাশি হেলমেটে একটি ইনার ওয়াইজার আছে, যা সূর্যের চড়া আলো থেকে চোখও বাঁচাবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2025 11:22 PM IST