Laptop: এই ৪ বোতাম টিপলেই ল্যাপটপের অর্ধেক সমস্যা শেষ! এই ট্রিক না জানলেই নয়
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ল্যাপটপের কি-বোর্ডে এমন কিছু বাটনের প্যাটার্ন রয়েছে যা প্রেস করলে কম্পিউটার এক সেকেন্ডের মধ্যেই খুব দ্রুত কাজ করে।
যাঁরা উইন্ডোজ ল্যাপটপ বা কমপিউটার ব্যবহার করছেন তাঁদের কাজের সময় নানা শর্টকাট কি বা রিবুট সিস্টেম ব্যবহার করেন। তবে যাঁরা নতুন কাজ শুরু করেছেন তাঁদের কাছে এখনও ল্যাপটপের অনেক কাজই অজানা। ল্যাপটপের কি-বোর্ডে এমন কিছু বাটনের প্যাটার্ন রয়েছে যা প্রেস করলে কম্পিউটার এক সেকেন্ডের মধ্যেই খুব দ্রুত কাজ করে।
ল্যাপটপ বা কম্পিউটার পুরনো হয়ে গেলে সাধারণত তা ধীর হতে থাকে। এমনটা ঘটে কারণ আমরা সফ্টওয়্যার আপডেট করলেও সময়ের সঙ্গে সঙ্গে হার্ডওয়্যার পুরনো হয়ে যায়। সহজ কথায় নতুন সফটওয়্যারকে পুরনো হার্ডওয়্যারে চালানোর জন্য যথেষ্ট প্রোগ্রাম কোনও সিস্টেমেই তেমন থাকে না। এমন পরিস্থিতিতে অনেকেই কাজের মাঝখানে বারবার ল্যাপটপ রিফ্রেশ করেন বা রিস্টার্ট করেন। আর এভাবে চলতে থাকলে কাজের গতিও অনেক সময় নষ্ট হয়।
advertisement
advertisement
এখন নিশ্চয়ই অনেকের মনে প্রশ্ন জাগছে তাহলে ল্যাপটপের গতি বাড়ানোর জন্য রিস্টার্ট এড়ানোর উপায় কী? আমরা আজ এমনই একটি সহজ ট্রিক শেয়ার করব যার সাহায্যে ব্যবহারকারীরা কাজ করার সময় কম্পিউটার-ল্যাপটপের গতি বাড়াতে পারবেন। এর জন্য ব্যবহারকারীদের সময় লাগবে মাত্র এক সেকেন্ড।
advertisement
কেউ যদি উইন্ডোজ ল্যাপটপ বা কমপিউটার ব্যবহার করেন, তাহলে অবশ্যই শর্টকাট রিবুট সিস্টেম সম্পর্কে তাঁদের জ্ঞান থাকতে হবে। এটি কি-বোর্ডের কিছু বাটনের এমন একটি প্যাটার্ন যা টিপলে আম্যাদের কম্পিউটার এক সেকেন্ডের মধ্যে ফাস্ট হয়ে যায়। কেউ যদি মনে করেন যে তাঁর কম্পিউটার খুব ধীর গতিতে চলছে বা কম্পিউটারের অ্যাপ্লিকেশন বারবার ধীর হয়ে যাচ্ছে, তাহলে তিনি এই কৌশলটি অবলম্বন করতে পারেন।
advertisement
কম্পিউটার বা ল্যাপটপের কি-বোর্ডে ব্যবহারকারীকে একই সঙ্গে ‘Shift, Ctrl, Windows এবং B’ কি প্রেস করতে হবে। এর জন্য প্রথমে ‘Shift’ তারপর ‘Ctrl’ তারপর ‘Windows’ এবং সবশেষে ‘B’ প্রেস করতে হবে। মনে রাখতে হবে বাটন প্রেস করার সময় আগের বাটন থেকে আঙুল সরালে চলবে না। সমস্ত বাটন একইসঙ্গে প্রেস করতে হবে।
advertisement
এর ফলে ল্যাপটপের সমস্ত গুরুত্বপূর্ণ ড্রাইভগুলি পুনরায় চালু হবে এবং রিফ্রেশ হবে, এছাড়াও ল্যাপটপটি মসৃণ ভাবে চলতে শুরু করবে। এরপর থেকে যখনই ল্যাপটপের গতি কমে যাবে এই সহজ কৌশলটি অবলম্বন করে এর গতি বাড়ানো যেতে পারে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2023 9:14 PM IST