Motorola আনছে নতুন ফোল্ডেবল ফোন! কী নাম, কত দাম জেনে নিন বিস্তারিত

Last Updated:

তবে Lenovo-মালিকানাধীন ব্র্যান্ডটি দু’টি নতুন মডেল বাজারে আনবে নাকি বিভিন্ন অঞ্চলের জন্য ভিন্ন নাম দিয়ে শুধুমাত্র একটি মডেলই লঞ্চ করবে তা এখনও স্পষ্ট নয়।

Motorola এখন তৈরি করছে ফোল্ডেবল (ফ্লিপ) ফোন। Moto Razr দিয়ে শুরু হয়েছিল পথচলা। তরপর থেকে ক্রমশ আধুনিক হয়েছে প্রযুক্তি। যদিও এর আগের কয়েকটি ফোন Motorola তৈরি করেছে শুধুমাত্র চিনের জন্য। তবে এবার ফের আরও বেশ কিছু দেশে লঞ্চ করতে চলেছে নতুন ফোল্ডেবল। আগামী ১ জুন লঞ্চ করানো হতে পারে নতুন ফোনটি।
তবে Lenovo-মালিকানাধীন ব্র্যান্ডটি দু’টি নতুন মডেল বাজারে আনবে নাকি বিভিন্ন অঞ্চলের জন্য ভিন্ন নাম দিয়ে শুধুমাত্র একটি মডেলই লঞ্চ করবে তা এখনও স্পষ্ট নয়। Moto Razr 40 সিরিজের দু’টি নতুন মডেল লঞ্চ করতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। এর মধ্যে রয়েছে Moto Razr 40 এবং Moto Razr 40 Ultra।
advertisement
advertisement
Moto Razr 40 Ultra-র নাম থেকেই বোঝা যাচ্ছে এই ফোনটি ব্লিডিং-এজ হার্ডওয়্যার ফিচার-যুক্ত হতে পারে, অন্তত তেমনই আশা করা হচ্ছে। ফলে এটির দাম একটু বেশিই হবে।
advertisement
ইতিমধ্যেই সংস্থার তরফে একটি টিজার ট্যুইট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ফ্লিপ দ্য স্ক্রিপ্ট। জুন ১১’। শুধু তাই নয় চলতি মাসের শুরুতে, 91Mobiles নামে একটি ব্লগ ফাঁস করেছিল নতুন Moto Razr ফোনের সম্ভাব্য ছবি। ফাঁস হওয়া ছবিটিতে দেখা গিয়েছিল, পূর্ববর্তী মডেলগুলির তুলনায় আসন্ন ফোনটি একটু পাতলা ডিজাইনের। সম্ভবত ম্যাজেন্টা রঙের।
advertisement
স্পেসিফিকেশনের দিক থেকে দেখতে গেলে, এখনও পর্যন্ত যেসব রিপোর্ট ফাঁস হয়েছে তাতে বলা হয়েছে, সম্ভবত নতুন ফোল্ডেবল ডিভাইসটি কোয়ালকমের বর্তমান ফ্ল্যাগশিপ SoC Snapdragon 8 Gen 2 দিয়ে সাজানো হতে পারে। এটিতে ২০২২ সালের মডেলটির মতোই থাকতে পারে ওয়াইড ও আল্ট্রাওয়াইড লেন্স-সহ একটি ডুয়াল ক্যামেরা সেটআপ ফিচার।
তবে আসন্ন এই ফোনটি আদৌ ভারতে লঞ্চ হবে কি না তা এখনও নিশ্চিত করে জানায়নি সংস্থাটি। যাই হোক, ১ জুনই বোঝা যাবে নতুন Razr ভারতীয় বাজারে Galaxy Z Flip 4 এবং Oppo Find N2 Flip-এর মতো ডিভাইসগুলিকে টেক্কা দিতে আসছে কিনা!
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Motorola আনছে নতুন ফোল্ডেবল ফোন! কী নাম, কত দাম জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement