BoAt Smart watch: এই ঘড়ি সস্তা হলেও দেখতে প্রিমিয়াম; কিন্তু সত্যিই কি কেনা উচিত এটি, জেনে নিন
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Amazon এবং baAt-এর নিজস্ব ওয়েবসাইট এখন ঘড়িটি পাওয়া যাচ্ছে ৪,২৯৯ টাকায়।
advertisement
advertisement
এর বৃত্তাকার ডায়ালে একটি ১.৩৯-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের আকার একটু ছোট, তাই ঘড়ির চারপাশে খুব মোটা বেজেল দেখা যাবে। তবে AMOLED ডিসপ্লের কারণে স্ক্রিনটি প্রিমিয়াম। ডিসপ্লে-তে ১০০টিরও বেশি ফেস দেওয়া হয়েছে, যা অ্যাপের মাধ্যমে সেট করা যাবে। সঙ্গে রয়েছে ‘অলওয়েজ অন ডিসপ্লে’-এর ফিচার। এতে এটিকে অ্যানালগ, ডিজিটাল ঘড়ি সেট করার বিকল্প রয়েছে।
advertisement
advertisement
advertisement
ফিচার ও ব্যাটারি: এতে ব্লুটুথ কলিং সাপোর্ট রয়েছে। ঘড়ির মধ্যেই কিছু নম্বর সেভও করা যায়। সেন্সএআই-এর একটি বিশেষ ফিচার এতে দেওয়া হয়েছে। অ্যাপ থেকে ক্রিকেট ম্যাচ বাছাই করে লাইভ ক্রিকেট স্কোরও দেখা যাবে। এছাড়া রয়েছে ৭০০টিরও বেশি স্পোর্টস মোড, ব্লাড অক্সিজেন, হার্ট রেট, স্লিপ এবং স্ট্রেস ট্র্যাকার। সঙ্গে রয়েছে ওয়েদার আপডেট, অ্যালার্ম, ক্যামেরা-মিউজিক কন্ট্রোল, ফাইন্ড মাই ফোন এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্টের মতো ফিচারও।
advertisement
advertisement
advertisement