Knowledge Story: রাস্তায় আঁকা থাকে নানা রঙের রেখা! কোনটার কি অর্থ, জানেন? অবাক হবেন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Piya Banerjee
Last Updated:
Knowledge Story: যেকোনও বড় রাস্তায় কিছু নির্দেশ দেওয়া থাকে। সাধারণত চিহ্ন বা সঙ্কেতের মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয় গাড়ির চালকদের উদ্দেশে।
রাস্তায় চলার সময় সতর্ক থাকা খুব জরুরি। যিনি গাড়ি চালাচ্ছেন তাঁকে যেমন চোখ কান খোলা রাখতে হবে, যিনি হেঁটে চলেছেন, তাঁকেও মেনে চলতে হবে সমস্ত আইন-কানুন। যেকোনও বড় রাস্তায় কিছু নির্দেশ দেওয়া থাকে। সাধারণত চিহ্ন বা সঙ্কেতের মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয় গাড়ির চালকদের উদ্দেশে। সেই সঙ্কেত বোঝার পরীক্ষাও দিতে হয়, তবেই মেলে গাড়ি চালানোর অনুমতি। কিন্তু সাধারণ মানুষ অনেক সময়ই জানেন না এই সব নিয়ম। রাস্তার গায়ে আঁকা নানা রঙের রেখা, ঠিক কী বলতে চায় আমাদের, দেখে নেওয়া যাক এক নজরে—
ভাঙা ভাঙা সাদা রেখা—
সাধারণত দু’টি লেন-যুক্ত হাইওয়ের মাঝখানে বিভাজিকা রেখা হিসেবে আঁকা থাকে ভাঙা ভাঙা সাদা রেখা। এর অর্থই হল, ওই রেখার দু’দিকে দ্বিমুখী গাড়ি যাতায়াত করে। যেকোনও চালকের উচিৎ সব সময় বাঁ দিক চেপে গাড়ি চালানো। তবে যেখানে এমন ভাঙা রেখা রয়েছে, সেখানে সব দিক বিবেচনা করে তিনি চাইলে ডানদিক চেপে ওভারটেক করতে পারেন সামনের গাড়িকে।
advertisement
হ্যাজার্ড ওয়ার্নিং রেখা—
এটি দুর্ঘটনা-প্রবণ এলাকাকে চিহ্নিত করে। সাধারণত রাস্তার মোড় বা তার কাছাকাছি এলাকায় এটা থাকে। এই রেখাও ভাঙা সাদা রেখা, তবে আকারে দীর্ঘ। দু’টি রেখার মধ্যে ফাঁকও কম হবে।
advertisement
advertisement
নিরবচ্ছিন্ন সাদা রেখা—
এটিও রাস্তার দু’টি লেনকে বিভক্ত করে দেখায়। তবে এমন রেখা থাকলে কোনও ভাবেই চালক সেই রেখা টপকে ডানদিক দিয়ে ওভারটেক করতে পারবেন না।
নিরবচ্ছিন্ন হলুদ রেখা—
এমনই রেখা হলুদ রঙের হলে বুঝতে হবে ওই এলাকায় ওভারটেক করার অনুমতি নেই। এমন হলুদ রেখা টপকে গেলে শাস্তি হতে পারে।
দু’টি হলুদ বা সাদা রেখা—
এই ধরনের রেখা অতিক্রম করে যাওয়াও শাস্তিযোগ্য অপরাধ।
advertisement
নিরবচ্ছিন্ন এবং ভাঙা রেখা—
পাশাপাশি এমন দু’টি রেখা থাকলে বুঝতে হবে দু’পাশের রাস্তায় দু’রকম নিয়ম। যেদিকে ভাঙা রেখা রয়েছে, সেদিকে গাড়ি চাইলে রেখা টপকে ওভারটেক করতে পারে। কিন্তু যেদিকে নিরবচ্ছিন্ন রেখা টানা, সেদিকের গাড়ি তা পারে না।
ট্রাফিক লেন লাইন—
view commentsচওড়া হাইওয়ে-তে এমন রেখা দেখা যায়। এগুলি রাস্তার একেবারে মাঝখানে থাকা রেখার চেয়ে একটু ছোট এবং সরু হয়ে থাকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 06, 2024 3:49 PM IST










