Inner Wear Buying Tips: ব্রা কেনার আগে জেনে নিন এই গোপন তথ্য! সঠিক মাপ কীভাবে বুঝবেন? B,C,D-র তফাত কী?

Last Updated:
Inner Wear Buying Tips: অর্ন্তবাস কেনার সঠিক নিয়ম জানেন তো? জেনে নিন এই গোপন তথ্য
1/7
মেয়েদের জীবনের একটি প্রয়োজনীয় জিনিস হল অর্ন্তবাস! সঠিক অর্ন্তবাস না কিনতে পারলে কিন্তু তা খুব চাপের বিষয়! যেমন ব্রা-এর সঠিক সাইজ যদি না হয়, তবে আপনি যে পোশাক পরুন না কেন ভাল লাগবে না! তাই ব্রা কেনার আগে জেনে নিন কয়েকটি প্রয়োজনীয় বিষয়! photo source collected
মেয়েদের জীবনের একটি প্রয়োজনীয় জিনিস হল অর্ন্তবাস! সঠিক অর্ন্তবাস না কিনতে পারলে কিন্তু তা খুব চাপের বিষয়! যেমন ব্রা-এর সঠিক সাইজ যদি না হয়, তবে আপনি যে পোশাক পরুন না কেন ভাল লাগবে না! তাই ব্রা কেনার আগে জেনে নিন কয়েকটি প্রয়োজনীয় বিষয়! photo source collected
advertisement
2/7
প্রথমেই আপনাকে জানতে হবে নিজের স্তনের সঠিক মাপ! মাপ না জেনে দোকানে যাবেন না! একটা ফিতে নিয়ে এই মাপ আপনি নিজেই করে নিতে পারবেন! photo source collected
প্রথমেই আপনাকে জানতে হবে নিজের স্তনের সঠিক মাপ! মাপ না জেনে দোকানে যাবেন না! একটা ফিতে নিয়ে এই মাপ আপনি নিজেই করে নিতে পারবেন! photo source collected
advertisement
3/7
আপনার আন্ডারবাস্ট এরিয়া অর্থাৎ বুকের নীচের অংশের মাপ নিন। নোট করে রাখুন। এরপর ওভারবাস্ট অর্থাৎ বুকের উপর দিয়ে মাপ নিন। নোট করে রাখুন। আপনার আন্ডারবাস্ট পরিমাপ আপনাক স্ট্র্যাপ সাইজ। ওভারবাস্টের মাপ আপনার কাপ সাইজ! photo source collected
আপনার আন্ডারবাস্ট এরিয়া অর্থাৎ বুকের নীচের অংশের মাপ নিন। নোট করে রাখুন। এরপর ওভারবাস্ট অর্থাৎ বুকের উপর দিয়ে মাপ নিন। নোট করে রাখুন। আপনার আন্ডারবাস্ট পরিমাপ আপনাক স্ট্র্যাপ সাইজ। ওভারবাস্টের মাপ আপনার কাপ সাইজ! photo source collected
advertisement
4/7
যেমন আপনার আন্ডারবাস্ট যদি ৩৪ হয় তবে আপনার ব্রায়ের কাপের সাইজ কিন্তু ৩৪-ই হবে! এটা সবার আগে জানতে হবে!  মনে রাখতে হবে যেমন ধরুন ৩৪ বি এবং ৩৪ সি, এর তাফাত হল কাপের সাইজে! আপনার পাঁজরের সাইজ ৩৪ কিন্তু বি বা সিতে কাপের মাপ বোঝায়। বি থেকে সি সামান্য বড়! আবার ডি আর একটু বড়! তবে সেটা কেবল মাত্র কাপের মাপ! photo source collected
যেমন আপনার আন্ডারবাস্ট যদি ৩৪ হয় তবে আপনার ব্রায়ের কাপের সাইজ কিন্তু ৩৪-ই হবে! এটা সবার আগে জানতে হবে!  মনে রাখতে হবে যেমন ধরুন ৩৪ বি এবং ৩৪ সি, এর তাফাত হল কাপের সাইজে! আপনার পাঁজরের সাইজ ৩৪ কিন্তু বি বা সিতে কাপের মাপ বোঝায়। বি থেকে সি সামান্য বড়! আবার ডি আর একটু বড়! তবে সেটা কেবল মাত্র কাপের মাপ! photo source collected
advertisement
5/7
যাঁদের স্তন ভারী, তাঁরা ফুল কভারেজ ব্রা পরুন। প্রয়োজন মতো ব্রা বেছে নিন। প্লাঙ্গিং ব্রা, পুশ আপ ব্রা, স্ট্র্যাপলেস ব্রাও বেছে নিতে পারেন। photo source collected
যাঁদের স্তন ভারী, তাঁরা ফুল কভারেজ ব্রা পরুন। প্রয়োজন মতো ব্রা বেছে নিন। প্লাঙ্গিং ব্রা, পুশ আপ ব্রা, স্ট্র্যাপলেস ব্রাও বেছে নিতে পারেন। photo source collected
advertisement
6/7
এমন কোনও ব্রা নেবেন না, যা পরে আপনার স্কিন ব়্যাশ হতে পারে। চেষ্টা করবেন সুতি ও এলাস্টেনের মিশ্রিত ফ্যাব্রিক বেছে নিতে! photo source collected
এমন কোনও ব্রা নেবেন না, যা পরে আপনার স্কিন ব়্যাশ হতে পারে। চেষ্টা করবেন সুতি ও এলাস্টেনের মিশ্রিত ফ্যাব্রিক বেছে নিতে! photo source collected
advertisement
7/7
আপনি খুব টাইট টি-শার্টের সঙ্গে লেসি ব্রা কখনই পরবেন না! সব সময় টিশার্ট ব্রা পড়ুন। নিজের পোশাক অনুযায়ী ব্রা পরুন! না হলে কিন্তু আপনার পোশাক সুন্দর দেখাবে না! photo source collected
আপনি খুব টাইট টি-শার্টের সঙ্গে লেসি ব্রা কখনই পরবেন না! সব সময় টিশার্ট ব্রা পড়ুন। নিজের পোশাক অনুযায়ী ব্রা পরুন! না হলে কিন্তু আপনার পোশাক সুন্দর দেখাবে না! photo source collected
advertisement
advertisement
advertisement