এটিএমে সাবধান! ১-২ জন দাঁড়িয়ে থাকবে আপনার পিছনে, ফাঁকা হয়ে যাবে অ্যাকাউন্ট!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
shoulder surfing scam: আপনার পিছনে দাঁড়িয়ে থাকবে ১-২ জন। গায়ে গা লাগিয়ে। মিনিটে লুট হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
কলকাতা: পাশাপাশি হাঁটা পারস্পরিক সহযোগিতার প্রতীক। কিন্তু আজকাল এই শিষ্টাচার স্ক্যামারদের জন্য স্বস্তি এবং আপনার জন্য সমস্যার হয়ে উঠেছে।
আসলে, এই প্রতিবেদনে আমরা শোল্ডার সার্ফিং স্ক্যামের কথা বলছি। এতে স্ক্যামাররা আপনার চারপাশে দাঁড়িয়ে ব্যক্তিগত তথ্য চুরি করে নেবে। মিনিটের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে।
আপনি যদি আগে শোল্ডার সার্ফিং কেলেঙ্কারি সম্পর্কে না শুনে থাকেন, তবে এখন আপনার এই খবরটি খুব মনোযোগ সহকারে পড়া উচিত। বুঝতে হবে কীভাবে স্ক্যামাররা আপনার সঙ্গে প্রতারণা করতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন- নষ্ট হবে না মূল্যবান সময়, জেনে নিন আইফোনের সেরা ৫ গোপন ট্রিকস
এই ধরণের স্ক্যাম মূলত এটিএম, কফি শপ, রেস্তোরাঁ এবং কম ভিড় রয়েছে এমন জায়গায় করা হচ্ছে। স্ক্যামাররা আপনার চারপাশে দাঁড়িয়ে থাকবে। আপনি যখন মোবাইল, ট্যাবলেট বা অন্য কোনও গেজেট থেকে আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করবেন, তারা সেটা রেকর্ড করবে বা মনে রাখবে।
advertisement
এর পর সেই তথ্যের মাধ্যমে প্রতারকরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দেবে। শোল্ডার সার্ফিং স্ক্যাম বেশিরভাগ এটিএম-এ ঘটে। স্ক্যামাররা আপনার পিছনে দাঁড়িয়ে থাকবে। আপনি এটিএম থেকে টাকা তোলার সময় যা তথ্য দেবেন, সেটা তারা রেকর্ড করবে।
আপনার ব্যক্তিগত তথ্য চুরি করাই লক্ষ্য তাদের। অনেক সময় টাকা আটকে গেলে তারা আপনাকে সাহায্য করার অজুহাতে এটিএম কার্ড পরিবর্তন করে প্রতারণা করতে পারে।
advertisement
আরও পড়ুন- WeTransfer নিষিদ্ধ আনুষ্ঠানিকভাবে, বড় ফাইল শেয়ার করার সেরা ১০ অ্যাপের তালিকা!
view commentsএই স্ক্যাম এড়ানোর উপায় খুব সহজ। আপনি যখনই এটিএম বা ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করবেন, নিজের ব্যক্তিগত তথ্য গোপন করে পূরণ করার চেষ্টা করুন।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2023 3:00 PM IST