iPhone tips and tricks: নষ্ট হবে না মূল্যবান সময়, জেনে নিন আইফোনের সেরা ৫ গোপন ট্রিকস
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ইউজাররা আইফোনে কাজ করার সময় খুব সহজেই নিজেদের সময় বাঁচাতে পারে। এর জন্য রয়েছে সহজ কয়েকটি উপায়।

advertisement
নিজেদের আইফোনে একটি স্ক্রিনশট নেওয়ার সময়, একটি থাম্বনেল উপস্থিত হয়। এটিতে ক্লিক করলে স্ক্রিনশট বড় হয়। যদি একটি ওয়েবপেজ অতিক্রম করে যায় তাহলে একটি “Full page” ট্যাব দেখা যায়। এটি সিলেক্ট করার মাধ্যমে একটি স্লাইডার ডানদিকে আবির্ভূত হয়ে পুরো পেজ প্রদর্শন করে। এরপর তা ক্রপ করা যায়, একটি পিডিএফ হিসাবে সেভ করা যায় বা নিজদের প্রয়োজন অনুযায়ী ডিলিট করা যায়।
advertisement
advertisement

advertisement
স্ক্যানার এবং প্রিন্টার সবসময় অ্যাকসেসযোগ্য নয়। কিন্তু, অ্যাপল একটি সহজ উপায়ে ডিজিটাল স্বাক্ষরের সুযোগ প্রদান করে। এর জন্য ডকুমেন্টের স্ক্রিনশট নিতে হবে, এরপর থাম্বনেলে ক্লিক করতে হবে এবং নিচের ডানদিকে থাকা প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। এরপর স্বাক্ষর অপশন সিলেক্ট করতে হবে এবং সরাসরি স্ক্রিনে স্বাক্ষর করতে হবে।

advertisement
কন্ট্রোল সেন্টারের স্ক্রিন রেকর্ডিং বাটন শুধু স্ক্রিন রেকর্ডিংয়ের চেয়েও অনেক বেশি কিছু অফার করে। ইউজাররা রেকর্ডিং সেভ করতে একটি অ্যাপ বাছাই করতে পারে, যেমন ফটো। ফেসবুক মেসেঞ্জারের মতো সামাজিক প্ল্যাটফর্ম, জুম-এর মতো ভিডিও-মিটিং টুল সহ বিভিন্ন অ্যাপ এই সম্প্রচার সমর্থন করে। এছাড়াও রয়েছে Google Meet, Skype, TikTok এবং Twitch-এর মতো শেয়ারিং পরিষেবা।
advertisement

ভার্চুয়াল কি-বোর্ডে একটি গোপন ট্র্যাকপ্যাড ফিচার রয়েছে। স্পেস বারে দীর্ঘক্ষণ ক্লিক করে রাখলে কি-বোর্ড একটি ট্র্যাকপ্যাডে রূপান্তরিত হয়। যা সুইফ্ট কার্সারের সুবিধা দেয়।
advertisement

অ্যাপ ডাউনলোড করার সময়ে “রেট দিজ অ্যাপ” বিজ্ঞপ্তিগুলি আমাদের পক্ষে বিরক্তিকর হয়ে ওঠে। এগুলো নিষ্ক্রিয় করতে প্রথমেই সেটিংস অপশনে যেতে হবে, এরপর অ্যাপ স্টোরে যেতে হবে, এরপর ইন-অ্যাপ রেটিং এবং রিভিউ প্রম্পটগুলি ডিজেবল করতে হবে। এটি ইউজারদের কোনও বাধা ছাড়াই নিজেদের কাজগুলিতে ফোকাস করতে সহায়তা করবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 9:10 PM IST