Keyboard Shortcuts: বলুন তো Ctrl + Shift + V- এক সঙ্গে প্রেস করলে কী হবে? ল্যাপটপ Keyboard-এর এই শর্টকাটগুলো অবশ্যই জেনে রাখুন!

Last Updated:

Keyboard Shortcuts: বলে রাখা ভাল যে, কিবোর্ডে এমন কিছু বাটন রয়েছে, যার সমন্বয়ে একাধিক কাজ সম্পন্ন করা সম্ভব হবে। সেই শর্টকাট কি-গুলি কী কী সেটাই দেখে নেওয়া যাক।

Keyboard Shortcuts: যে কোনও কাজের ক্ষেত্রে ল্যাপটপ আজ অপরিহার্য হয়ে উঠেছে। বলা ভাল যে, অফিসের কাজ তো ল্যাপটপ ছাড়া প্রায় অসম্ভবই। তবে আজকাল স্কুল-কলেজে অনলাইন ক্লাসের জন্যও ল্যাপটপ ব্যাপক ভাবে ব্যবহার করা হচ্ছে। এই পরিস্থিতিতে কিছু শর্টকাট বা সংক্ষিপ্ত পথ জানা থাকলে ল্যাপটপে কাজ করা অনেকটাই সহজ হয়ে যাবে। আজ সেই সহজ কিছু শর্টকাটের বিষয়েই আলোচনা করে নেওয়া যাক।
বলে রাখা ভাল যে, কিবোর্ডে এমন কিছু বাটন রয়েছে, যার সমন্বয়ে একাধিক কাজ সম্পন্ন করা সম্ভব হবে। সেই শর্টকাট কি-গুলি কী কী সেটাই দেখে নেওয়া যাক। উদাহরণ হিসেবে বলা যায় যে, Win + Any Number: একসঙ্গে প্রেস করলে সঙ্গে সঙ্গে টাস্কবারে পিন করে রাখা অ্যাপগুলি খুলে যাবে। যদি ব্যবহারকারী বারবার টাস্কবারে পিন করা অ্যাপ খুলতে এবং মিনিমাইজ করতে ক্লান্ত হয়ে যান, তাহলে Win + 1, 2, 3 করলে টাস্কবারে পিন করা অ্যাপ খুলে যাবে।
advertisement
Ctrl + X – কোনও কিছু কাট করতে সহায়ক।
advertisement
Ctrl + C অথবা Ctrl + Insert: কোনও আইটেম সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
Ctrl + V অথবা Shift + Insert: সিলেক্ট করা আইটেম পেস্ট করতে ব্যবহৃত হয়।
Ctrl + Shift + V: প্লেন টেক্সট পেস্ট করতে ব্যবহৃত হয়।
Ctrl + Z: কোনও কাজ বা অ্যাকশন আনডু করতে ব্যবহৃত হয়।
advertisement
Alt + Tab: খোলা অ্যাপের ক্ষেত্রে একটা থেকে আর একটায় যেতে ব্যবহৃত হয়।
Alt + F4: অ্যাক্টিভ আইটেম অথবা অ্যাপ বন্ধ করতে ব্যবহৃত হয়।
Win + Alt + R: এই বাটনে চাপ দিয়ে স্ক্রিন রেকর্ডিং করা সম্ভব। এই তিন বাটন একসঙ্গে প্রেস করলে কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিন রেকর্ডিং হবে।
Spacebar: একটি চেকবক্সে স্পেসবারে চাপ দিলে তা সঙ্গে সঙ্গে চেকবক্সটিকে চেক এবং আনচেক করে।
advertisement
Num Lock + asterisk (*): একটি ফোল্ডারে কী কী রয়েছে, সেটা না জানলে এই বাটন একসঙ্গে প্রেস করতে হবে। তাহলেই সিলেক্টেড ফোল্ডারের সমস্ত সাবফোল্ডারগুলি দেখা যাবে।
Win + D: এর মাধ্যমে হাইড অথবা ডেস্কটপকে শো করা যেতে পারে।
advertisement
Alt + Enter: কোনও ফোল্ডার অথবা ফাইলের প্রপার্টিজ দেখতে গেলে রাইট ক্লিক করে Properties অপশন বেছে নিতে হয়। কিন্তু Alt + Enter-এর মাধ্যমে ওই কাজ অনেক সহজ হয়ে যায়।
advertisement
Win + I: একসঙ্গে এই দুই কি-তে চাপ দিলে Windows Settings খুলে যাবে। এর ফলে Start মেনু খোলা এবং তারপরে Settings আইকনে ক্লিক করে পর পর কিছু ধাপ অনুসরণ করার ঝামেলা আর থাকবে না।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Keyboard Shortcuts: বলুন তো Ctrl + Shift + V- এক সঙ্গে প্রেস করলে কী হবে? ল্যাপটপ Keyboard-এর এই শর্টকাটগুলো অবশ্যই জেনে রাখুন!
Next Article
advertisement
Jerusalem Bus Attack: বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমের রাস্তায় ভয়ঙ্কর দৃশ্য, পর পর মৃত্যু! ইজরায়েলের হুঁশিয়ারির বদলা নিল হামাস?
বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমে বড়সড় হামলা, মৃত্যু! হুঁশিয়ারির বদলা নিল হামাস?
  • জেরুজালেমে বাসে বড়সড় হামলা৷

  • মৃত অন্তত ৪, আহত ১৫৷

  • ইজরায়েলের হুঁশিয়ারির পরই বদলা নিল হামাস?

VIEW MORE
advertisement
advertisement