Healthcare: মিলনের পরেই গোপনাঙ্গে ইচিং বা চুলকানি? সাবধান না হলেই বড় বিপদ! জানুন কী করবেন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Healthcare: গোপনাঙ্গে চুলকানির সমস্যা মহিলাদের বেশি হলেও, পুরুষদেরও হতে পারে! বড় বিপদ হওয়ার আগে জানুন কীভাবে মুক্তি পাবেন এই সমস্যা থেকে!
কলকাতা: রোগের কোনও শেষ নেই। তবে মানুষ যৌনাঙ্গের রোগ নিয়ে কথা বলতে সব সময় সঙ্কচ বোধ করেন। যার ফলে শরীরে বাসা বাঁধতে পারে জটিল অসুখও। যেমন যৌনাঙ্গে ইচিং বা চুলকানি। এই ইচিং কিন্তু নারী এবং পুরুষ উভয়ের হয়। আর যা মোটেও ভাল নয়। অবহেলা করলেই কঠিন অসুখ বাসা বাঁধবে শরীরে। বিশেষ করে সঙ্গমের পরেই এমন ইচিং সমস্যায় অনেককেই পড়তে হয়। যা খুব ক্ষতিকর।
কেন হয় এই চুলকানি? তার বেশ কয়েকটি কারণ রয়েছে। যেমন মানসিক চাপের ফলে যৌনংঙ্গে চুলকানি হতে পারে। মহিলাদের বেশি হয়। মেনোপোজ ইস্ট্রোজেনের মাত্রা কমিয়ে দেওয়ার একটা কারণ। এর ফলে যোনি প্রাচীর পাতলা করে দেয় ও লুব্রিকেশন কমিয়ে দেয়, যার ফলে যৌনাঙ্গের চুলকানি দেখা দেয়। মহিলারা প্রায় এই সমস্যায় পড়েন। শুষ্ক ত্বকের জন্য যৌনাঙ্গে ইচিং হতে পারে। ইস্ট জনিত সমস্যার জন্য হতে পারে। ইমিউনিটি কম থাকলে, ডায়াবেটিস থাকলে এটা হতে পারে। রাসায়নিক কিছু যেমন কাপড় কাঁচার সাবান বা স্প্রে যদি কোনওভাবে সংস্পর্শে আসে তাহলেও হতে পারে। তবে এর ঘরোয়া কিছু সমাধান আছে।
advertisement
advertisement
যেমন দই এর লেপ। দইয়ের মধ্যে একটা কাপড় ঘণ্টা খানেক ভিজিয়ে রেখে যোনিতে ভালভাবে লাগিয়ে রাখুন মিনিট ১৫। ভাল করে ধুয়ে ফেলুন। এতে ইচিং কমবে। দ্বিতীয়ত গরম জলে অ্যাপল সিডার ভিনিগার দু চামচ মিশিয়ে ভাল করে যৌনাঙ্গ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু থেকে তিন বার করুন , চুলকানি থেকে মুক্তি মিলবেই। তাছাড়া বরফ জলের ঠান্ডা সেঁক তাৎক্ষনিক রেহাই দেয় চুলকানি থেকে। এছাড়া নুন জলে স্নান করতে পারেন। স্নানের জলে নুন মিশিয়ে স্নান করুন। ভাল করে যৌনাঙ্গ পরিষ্কার করুন। মুক্তি মিলবে সমস্যা থেকে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2024 11:47 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthcare: মিলনের পরেই গোপনাঙ্গে ইচিং বা চুলকানি? সাবধান না হলেই বড় বিপদ! জানুন কী করবেন
