পেট্রোল ফুরোলেও চিন্তা নেই! খালি ট্যাঙ্কেই দুর্দান্ত মাইলেজে চলবে এই মোটরবাইক
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Kawasaki versys: এই বাইক থাকলে পেট্রোল শেষ হলেও চিন্তা নেই।
কলকাতা: ভারতীয় অটোমোবাইল বাজারে হাইব্রিড গাড়ি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এই গাড়িগুলি শুধু জ্বালানি সাশ্রয় করে না, পরিবেশের জন্যও ভাল। এখন হাইব্রিড গাড়ির পর হাইব্রিড টু-হুইলার নিয়েও আলোচনা হচ্ছে।
জাপানি মোটরবাইক নির্মাতা Kawasaki এমনই একটি মোটরবাইক তৈরি করছে, যা জ্বালানির পাশাপাশি ব্যাটারিতেও চলবে। সংস্থার তরফে সম্প্রতি Z7 Hybrid চালু করা হয়েছে। তারপর Kawasaki এখন অ্যাডভেঞ্চার বাইক Versys-এরও হাইব্রিড সংস্করণ তৈরির কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে।
Kawasaki Versys-এর হাইব্রিড সংস্করণের নকশাটি পেটেন্ট ওয়েবসাইটেও দেখা গিয়েছে। তার পাওয়ারট্রেন সম্পর্কে তথ্যও প্রকাশ হয়েছে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে, Versys হাইব্রিড Z7 হাইব্রিডের মতো একই পাওয়ারট্রেন দ্বারা চালিত হবে।
advertisement
advertisement
আরও পড়ুন- মাত্র ৩ লক্ষ টাকায় BMW! আট সেকেন্ডে ১০০ কিমি/প্রতি ঘণ্টা গতি তোলে এই বাইক
এই হাইব্রিড মোটরবাইকটিতে একটি ৪৫১ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন-সহ একটি বৈদ্যুতিক পাওয়ারট্রেন রয়েছে। যা একটি ৯kW বৈদ্যুতিক মোটর এবং একটি ১.৪kWh ব্যাটারির সঙ্গে যুক্ত। ফাঁস হওয়া তথ্য থেকে মনে করা হচ্ছে, এই মোটরবাইকের ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমও Z7 হাইব্রিডের মতো হতে চলেছে।
advertisement
পেট্রোল ফুরিয়ে গেলেও বাইকটি চলবে—
Kawasaki-এর এই হাইব্রিড মোটরবাইকটি এমন ভাবে তৈরি করেছে যে পেট্রোল ফুরিয়ে গেলেও এটি বৈদ্যুতিক পাওয়ারট্রেনে চলতে পারে। এই বাইকটি চালানোর সময় আরোহী পেট্রোল থেকে হাইব্রিড এবং হাইব্রিড থেকে পেট্রোলে স্যুইচ করতে পারবেন। বাইকটির ৪৫১ সিসি হাইব্রিড ইঞ্জিন ৬৮ bhp পাওয়ার উৎপন্ন করতে পারে।
এই বাইকে থাকতে পারে ফুল এলইডি হেডলাইট, ডিজিটাল ডিসপ্লে, স্বয়ংক্রিয় গিয়ারশিফট এবং নেভিগেশনের মতো নানা ফিচার।
advertisement
Bajaj-এর সিএনজি বাইক—
দেশের প্রথম সিএনজি মোটরবাইক আনার প্রস্তুতি নিচ্ছে ভারতের Bajaj Auto। সূত্রের খবর, সংস্থার প্লাটিনা মডেলটির সিএনজি সংস্করণ চালু করা হতে পারে। সেই সংক্রান্ত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। জানা গিয়েছে, আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে এই বাইকটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে Bajaj।
আরও পড়ুন- ছোট গাড়ির বড় কেরামতি; দেখে নিন ২০২৩ সালের তিনটি সেরা বাজেট SUV
এই বাইকের কিছু প্রোটোটাইপও প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে। Bajaj-এর ঔরঙ্গাবাদ প্ল্যান্টে উৎপাদিত হবে এই মোটরবাইক। বছরে এক থেকে দেড় লক্ষ ইউনিট মোটরবাইক উৎপাদন করার পরিকল্পনা করেছে Bajaj।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 31, 2023 5:12 PM IST