ছোট গাড়ির বড় কেরামতি; দেখে নিন ২০২৩ সালের তিনটি সেরা বাজেট SUV

Last Updated:

Hyundai-এর সব থেকে ছোট SUV হল Exter। ছোট হলেও এর মধ্যে রয়েছে SUV-র অনেক সুবিধা।

কলকাতা: হিসেব বলছে ভারতীয় ক্রেতাদের মধ্যে বড় গাড়ি কেনার প্রবণতা বাড়ছে। বিশেষত ২০২৩ সালে সেই প্রবণতা লক্ষ করা গিয়েছে। কিন্তু তাই বলে যে একেবারে উপেক্ষিত ‘বাজেট সেগমেন্ট’, তা কিন্তু নয়।
তাই বেশিরভাগ গাড়ি নির্মাতা সংস্থাই প্রিমিয়াম কমপ্যাক্ট SUV তৈরি দিকেই মনোনিবেশ করছেন। ২০২৩ সালে ছোট SUV-এর দিকেও নজর দেওয়া হয়েছে। বেশ কয়েকটি ভাল গাড়ি লঞ্চ করেছে এই বছর। দেখে নেওয়া যাক সেরার তালিকা—
Hyundai Exter—
advertisement
Hyundai-এর সব থেকে ছোট SUV হল Exter। ছোট হলেও এর মধ্যে রয়েছে SUV-র অনেক সুবিধা। Hyundai-এর লেটেস্ট ডিজাইন যেমন রয়েছে, তেমনই রয়েছে এর আকর্ষণী বক্সি লুকও।
advertisement
এছাড়াও Hyundai Exter-এ যে পরিমাণ জায়গা পাওয়া যায় তা যথেষ্ট। সাথে AMT ভার্সনে প্যাডেল শিফটারও পাওয়া যেতে পারে। তারই পাশাপাশি এটির নিরাপত্তাও ভাল। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বা গতির ক্ষেত্রে এর রেটিং ভালই। Hyundai Exter পাওয়া যায় ১.২ লিটার পেট্রোলে ইঞ্জিনে।
advertisement
Maruti Suzuki-এর এই গাড়িটি দারুন দেখতে। Fronx-কে একটি ছোট SUV হিসাবে দারুন ভাল বলা চলে। এতে সেই সমস্ত ফিচার রয়েছে যা সাধারণত একটি Maruti গাড়িতে থাকে। তবে এর টার্বো পেট্রোল আরও আকর্ষণীয়। ১.২ লিটার পেট্রোল গাড়ির থেকে এর দাম কিছুটা বেশি।
স্টাইলের দিক থেকে দেখতে গেলে এর তুলনা করা চলে Grand Vitara-এর সঙ্গে। তবে শুধু ডিজাইন নয়, এর অন্যতম ভাল দিক হল চমৎকার প্রশস্ত কেবিন। সাধারণ ব্যবহারের জন্য AMT সংস্করণে ১.২ লিটার গাড়িটিই কেনা যেতে পারে, তবে আরও ভাল অভিজ্ঞতা চাইলে অবশ্যই টার্বো পেট্রোলের কথাই ভাবা উচিত।
advertisement
MG Comet—
ছোট্ট গাড়ি আকর্ষণও কম নয়। তার দৃষ্টান্ত হতেই পারে MG Comet। ভারতে এটিই সবচেয়ে সাশ্রয়ী মূল্যের EV। শুধু তাই নয়, এটিই সবচেয়ে ছোট গাড়ি। আকারে ছোট হলেও MG Comet-তে জায়গার অভাব নেই।
আরও পড়ুন- iPhone থেকেই স্ক্যান করে নিন যেকোনও ডকুমেন্ট! কীভাবে করবেন দেখে নিন
বাইরে থেকে দেখতে ছোট, কিন্তু ভিতরে বসার সময় অনেকটাই জায়গা মনে হয়। MG Comet-এ প্রতি চার্জে ২৩০ কিলোমিটার যাওয়া যায়। যেকোনও পেট্রোল হ্যাচব্যাকের তুলনায় অনেকটাই সস্তা। নতুন ‘বাজেট কার’গুলির মধ্যে MG Comet একেবারে অনন্য।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ছোট গাড়ির বড় কেরামতি; দেখে নিন ২০২৩ সালের তিনটি সেরা বাজেট SUV
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement