ইলেকট্রিক গাড়ি চাহিদা বেড়েছে ২০২৩ সালে! কোন কোন মডেল লঞ্চ হল এবছর!

Last Updated:

অন্য সমস্ত SUV-র বিক্রি যেমন এই বছর বেড়েছে, তেমনই বেড়েছে EV-র চাহিদাও।

কলকাতা: আরও একটা বছর শেষ হয়ে গেল। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, পরিবেশ ও প্রকৃতির ক্ষতি, এই সব কিছু নিয়েই নতুন করে ভাবার সময় হয়েছে। ২০২৩ সালে সেই বিষয়ে অনেকটা পথ এগিয়েছে EV বা ইলেক্ট্রনিক ভেহিকল।
অন্য সমস্ত SUV-র বিক্রি যেমন এই বছর বেড়েছে, তেমনই বেড়েছে EV-র চাহিদাও। বাজারে এসেছে একাধিক আধুনিক বৈদ্যুতীন গাড়ি। দেখে নেওয়া যাক এক নজরে—
MG Comet EV—
advertisement
ভারতে এই গাড়িটি সবচেয়ে সাশ্রয়ী বলে মনে করা হচ্ছে। ছোট বক্সি হ্যাচব্যাক এই গাড়িটি ছোট দূরত্বে ভ্রমণের পক্ষে দারুন। ৭.৯৮ লক্ষ (এক্স-শোরুম) টাকা দামে এই বছর লঞ্চ করে গাড়িটি।
advertisement
আরও পড়ুন- ধোনি হঠাৎ কেন লম্বা চুল রাখছেন? রয়েছে বড় কারণ! জানলে মন ভাল হয়ে যাবে
সব থেকে আকর্ষণীয় এর চেহারা। এতদিন এত কম দামে ভারতে পাওয়া যেত Tata Tiago EV, কিন্তু MG Commet আসায় তা প্রতিযোগিতার মুখে পড়ে গিয়েছে বলাই যায়। একবার চার্জে এই গাড়ি ২৩০ কিলোমিটার যেতে পারে বলে দাবি।
advertisement
Tata Nexon EV Facelift—
Tata-র অন্যতম সেরা বৈদ্যুতীন গাড়ি Nexon Ev। ভারতে সব থেকে জনপ্রিয় বলা চলে। ২০২৩ সালে সংস্থা এই গাড়িতে যোগ করেছে ‘ফেসলিফ্ট’ ফিচার।
তবে এটুকুই নয়, আরও নানা ধরনের ফিচার এবং ডিজাইন আপডেট করা হয়েছে। ৪৬৫ কিলোমিটার রেঞ্জ, V2V এবং V2L প্রযুক্তি-সহ এই গাড়ির দাম ১৪.৭৪ লক্ষ (এক্স-শোরুম) টাকা।
advertisement
BMW iX1—
সংস্থার X1 SUV-র বৈদ্যুতীন মডেল লঞ্চ করেছেন ২০২৩ সালে। দাম ৬৬.৯০ লক্ষ (এক্স-শোরুম) টাকা। ৬৬.৪kWh ব্যাটারি, ডুয়াল মোটর-সহ এই গাড়ির পিক পাওয়ার ৩০৯ bhp, সর্বোচ্চ টর্ক ৪৯৪Nm। মাত্র ৫.৬ সেকেন্ডে ০-১০০kmph গতি তুলতে পারবে, সর্বোচ্চ গতি ১৮০ kmph। একবার চার্জে যাবে ৪৪০ কিলোমিটার।
BMW i7—
২,৫০ কোটি (এক্স-শোরুম) টাকা দামের এই অল-ইলেকট্রিক সেডান-এ রয়েছে ১০১.৭ kWh ব্যাটারি, ডুয়াল ইলেকট্রিক মোটর। এক চার্জে চলবে ৫৬০ কিলোমিটার। মাত্র ৩.৭ সেকেন্ডের তুলতে পারে সর্বোচ্চ ২৫০ kmph গতি।
advertisement
সংস্থার প্রথম বৈদ্যুতীন SUV লঞ্চ করেছে। কম্প্যাক্ট SUV সেগমেন্টে Mahindra XUV400, দাম, ১৫.৯৯ লক্ষ (এক্স-শোরুম) টাকা। এতে রয়েছে দু’টি ব্যাটারি অপশন। এক চার্জে চলবে ৪৫৬ কিলোমিটার। EC এবং EL-এর ভাগ অনুসারে এর সর্বোচ্চ দাম হতে পারে ১৮.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
advertisement
Citroen eC3—
ফরাসি এই সংস্থার ইলেকট্রিত SUV-র দাম ১১.৫০ লক্ষ (এক্স-শোরুম) টাকা। একচার্জে চলবে ৩২০ কিলোমিটার। সর্বোচ্চ গতি ১০৭ kmph।
Volvo C40 Recharge—
ভারতে এই সুইডিশ সংস্থার এটি দ্বিতীয় বৈদ্যুতীন গাড়ি। ৭৮ kWh ব্যাটারি, ৪০২ bhp পিক পাওয়ার, ৬৬০Nm সর্বোচ্চ টর্ক-সহ এই গাড়ি ৪.৭ সেকেন্ডে ০-১০০ kmph গতি তুলতে পারে। ১৮০ kmph সর্বোচ্চ গতি।
advertisement
Hyundai loniq 5—
দক্ষিণ কোরিয়ার এই গাড়ি নির্মাতা সংস্থারও ভারতে দ্বিতীয় বৈদ্যুতীন গাড়ি এটি। দাম, ৪৪.৯৫ লক্ষ (এক্স-শোরুম) টাকা। ৭২.৬ kWh ব্যাটারি-সহ এই গাড়ি একবার চার্জে চলবে ৬৩১ কিলোমিটার।
Audi Q8 e-tron এবং Sportback e-tron—
২০২৩ সালের মাঝামাঝি একই সঙ্গে লঞ্চ করে এই গাড়ি দু’টি। e-tron-এর দাম ১.১৪ কোটি এবং Sportback-এর দাম ১.১৮ কোটি (এক্স-শোরুম) টাকা।
Mercedes-Benz EQB—
বছর শেষে ডিসেম্বর মাসে ভারতের EQB 350 4Matic লঞ্চ করেছে ৭৭.৫০ লক্ষ (এক্স-শোরুম) টাকায়।
Mercedes-Benz EQE—
এই ইলেকট্রিক SUV-টিও প্রায় একই সময় লঞ্চ করেছে, এর দাম ১.৩৯ কোটি টাকা (এক্স-শোরুম)। একবার চার্জে প্রায় ৫৫০ কিলোমিটার চলতে পারে এই গাড়িটি।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ইলেকট্রিক গাড়ি চাহিদা বেড়েছে ২০২৩ সালে! কোন কোন মডেল লঞ্চ হল এবছর!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement