মাত্র ৩ লক্ষ টাকায় BMW! আট সেকেন্ডে ১০০ কিমি/প্রতি ঘণ্টা গতি তোলে এই বাইক

Last Updated:

BMW যদি পাওয়া যায় মাত্র ৩ লক্ষ টাকায়! শুনতে অবাক লাগলেও সত্যি।

কলকাতা: অটোমোবাইল ক্ষেত্রে যখনই প্রিমিয়াম গাড়ির কথা বলা হয়, তখন যে নামটি সব থেকে বেশি উঠে আসে তা অবশ্যই BMW। সাধারণ মানুষের সাধ্যের বাইরে এই গাড়ির জন্য খরচ হতে পারে লক্ষ লক্ষ টাকা,
এমনকী সেই টাকার পরিমাণ কোটি ছাড়িয়ে যায় অনেক সময়ই। তবে শুধু চার চাকা নয়, BMW তার সুপার বাইকের জন্যও বিখ্যাত। সেই মোটরবাইকও সাধারণ মোটরবাইকের তুলনায় অনেক বেশি দামি।
কিন্তু সেই BMW-ই যদি পাওয়া যায় মাত্র ৩ লক্ষ টাকায়! শুনতে অবাক লাগলেও এটা বাস্তব। এটি এমন একটি গাড়ি যার পারফর্ম্যান্স, চেহারা এমনকী মাইলেজ-ও এমন যে একবারে বিশ্বাস করাই কঠিন।
advertisement
advertisement
আরও পড়ুন- লঞ্চের আগেই ফাঁস OnePlus 12R! কেমন হতে চলেছে নতুন ফোন, জানুন
আসলে কথা হচ্ছে BMW G 310 R মোটরবাইকটির বিষয়ে। এই অসাধারণ মোটরবাইকটির এক্স-শোরুম মূল্য ২.৯০ লক্ষ টাকা। এটি KTM 390 Duke, RE Interceptor বা Honda CB300-এর মতো মোটরবাইকের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এসেছে। দেখে নেওয়া যাক এর কী কী বিশেষত্ব রয়েছে—
advertisement
শক্তিশালী ইঞ্জিন—
BMW G 310 R-এ রয়েছে একটি ৩১৩ সিসি লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন ৩৪ bhp পাওয়ার এবং ২৮ Nm টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে পাওয়া যাবে ৬ স্পিড গিয়ারবক্স।
১১ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্যাঙ্ক রয়েছে এই মোটরবাইকে। সব থেকে বড় বিশেষত্ব হল এর ইঞ্জিন যা মাত্র ৮.০১ সেকেন্ডে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে তুলতে পারে। বাইকটির কার্ব ওজনও ১৫৯.৫ কেজি।
advertisement
দুর্দান্ত স্টাইলিং—
BMW-এর এই বাইকটির ডিজাইনও অসাধারণ। এতে রয়েছে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, ৪১ mm USD টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন। পিছনে রয়েছে প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন।
আরও পড়ুন- iPhone থেকেই স্ক্যান করে নিন যেকোনও ডকুমেন্ট! কীভাবে করবেন দেখে নিন
বাইকটিতে ডুয়াল চ্যানেল ABS দেওয়া হয়েছে। সামনে এবং পিছনে ডিস্ক ব্রেকও পাওয়া যাবে। মোটরবাইকটির সামনের দিকে ৩০০ মিমি সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং পেছনে ২৪০ মিমি সিঙ্গেল ডিস্ক ব্রেক রয়েছে।
advertisement
ফিচার—
এটি একটি প্রিমিয়াম বাইক। তাই এই মোটরবাইকে দেওয়া হয়েছে এলইডি ডিআরএল, টার্ন ইন্ডিকেটর, সমস্ত এলইডি আলো, রাইড বাই ওয়্যার থ্রটল, স্লিপার ক্লাচ, অ্যাডজাস্টেবল ব্রেক এবং ক্লাচ লিভার। একই সঙ্গে পাওয়া যাবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, BMW Motorrad ABS ডিজিটাল স্পিডোমিটার, ট্রিপমিটার, পাস সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মাত্র ৩ লক্ষ টাকায় BMW! আট সেকেন্ডে ১০০ কিমি/প্রতি ঘণ্টা গতি তোলে এই বাইক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement