Jio SoundPay: ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর আনল জিও! সাশ্রয় হবে অনেক টাকা! জেনে নিন বিস্তারিত

Last Updated:

ছোট দোকানঘর হোক কিংবা সবজি বিক্রেতা যদি আপনি 'জিওভারতের' উপভোক্তা হন তাহলে আপনার জন্য রয়েছে বড় সুখবর।

জিও-এর নতুন চমক। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিনামূল্যে এল নয়া পরিষেবা। ছবি- নিজস্ব
জিও-এর নতুন চমক। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিনামূল্যে এল নয়া পরিষেবা। ছবি- নিজস্ব
মুম্বই: ছোট দোকানঘর হোক কিংবা সবজি বিক্রেতা যদি আপনি ‘জিওভারতের’ উপভোক্তা হন তাহলে আপনার জন্য রয়েছে বড় সুখবর। নতুন বছরে রিলায়েন্স ‘জিও’ নিয়ে এল এক নতুন ঘোষণা যা প্রতিটি ভারতীয়কে ক্ষমতায়নের জন্য আরও এক ধাপ এগিয়ে দেবে। জিও আজ তার ‘জিওভারত’ ডিভাইসের জন্য একটি নতুন বৈশিষ্ট্য ঘোষণা করেছে – ভারতে প্রথম আসতে চলেছে ‘জিওসাউন্ডপে’ যা দেশের ৫ কোটি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুখবর বয়ে আনবে। এই যুগান্তকারী উদ্ভাবন ‘জিওসাউন্ডপে’ প্রতিটি ইউপিআই পেমেন্টের জন্য তাৎক্ষণিক, বহু-ভাষিক অডিও নিশ্চিতকরণ প্রদান করে ব্যবসায়িক কার্যক্রমকে নির্বিঘ্ন করে তোলে, এমনকি ছোট্ট মুদিখানা দোকান, সবজি বিক্রেতা কিংবা রাস্তার ধারের খাবারের দোকানগুলির জন্যও এই ‘জিওসাউন্ডপে’ অত্যন্ত কার্যকর হবে বলেই জানানো হয়েছে জিও-র পক্ষ থেকে।
বর্তমানে ক্ষুদ্র তথা ছোটখাটো ব্যবসায়ীরা একটি সাউন্ড বক্সের জন্য প্রতি মাসে প্রায় ১২৫ টাকা ব্যয় করেন। সেখানে দাঁড়িয়ে ‘জিওসাউন্ডপে’ বিনামূল্যে প্রতিটি দোকানে দেওয়া হবে। ফলে ‘জিওভারত’ ব্যবহারকারীরা বার্ষিক ১,৫০০ টাকা সাশ্রয় করতে পারবেন।
advertisement
advertisement
‘জিওভারত’ ফোন, যা এক বছরেরও বেশি সময় আগে চালু হয়েছিল, এটি বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী ৪জি ফোন যা ব্যবহারকারীরা মাত্র ৬৯৯ টাকায় সমস্ত সুবিধা পেতে পারেন। সুতরাং, যে কোনও ব্যবসায়ী একটি নতুন ‘জিওভারত’ ফোন কিনলে মাত্র ৬ মাসের মধ্যে ফোনের মূল্য সম্পূর্ণ  পুনরুদ্ধার করতে পারবেন।
advertisement
এই উদ্যোগটি মূলত ভারতকে একটি ডিজিটাল সমাজে রূপান্তরিত করার জন্য লক্ষ্যে অবিচল থাকার প্রমাণ হিসাবেই দেখতে চাইছেন জিও কর্তৃপক্ষ। এছাড়াও জিও সমস্ত সুবিধা এবং প্রযুক্তিগুলি যাতে আমাদের দেশের পরিশ্রমী মানুষদের কাছে পৌঁছাতে পারে সে বিষয়েও নজর রাখছে বলে জানান জিও-এর প্রেসিডেন্ট সুনীল দত্ত।
এছাড়াও, ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে, ‘জিওসাউন্ডপে’-এ ‘বন্দে মাতরম’-এর আধুনিক রেন্ডিশনগুলি উপস্থাপন করে  চিরন্তন সুরগুলির সঙ্গে আধুনিক সঙ্গীত উপাদানগুলির সঙ্গে মিশ্রিত করে উপস্থাপন করেছে। এই নতুন অভিজ্ঞতা জিও-এর সমস্ত ব্যবহারকারীরা MyJio অ্যাপ বা JioSaavn-এর মাধ্যমে তাদের JioTune হিসাবে এটি সেট করতে পারবেন।
advertisement
এই প্রসঙ্গে জিও-এর প্রেসিডেন্ট সুনীল দত্ত জানান,  “জিও প্রতিটি ভারতীয়কে ক্ষমতায়নের জন্য প্রযুক্তির সদ্ব্যবহার করার উপর বিশ্বাস করে।” তিনি আরও বলেন, “জিওভারত-এ বিনামূল্যে ‘জিওসাউন্ডপে’-এর বৈশিষ্ট্য এবং বন্দে মাতরম-এর  রেন্ডিশনগুলির সঙ্গে, আমরা ভারতের চেতনাকে উদযাপন করতে পারব এবং একটি ডিজিটাল ইন্ডিয়া গড়ার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে পারব।”
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Jio SoundPay: ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর আনল জিও! সাশ্রয় হবে অনেক টাকা! জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement