Facebook Tips: এক মিনিটে হ্যাক হতে পারে আপনার ফেসবুক, কীভাবে রাখবেন নিজের প্রোফাইল সুরক্ষিত, জেনে নিন সহজ উপায়
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Tech Tips: আপনি কি জানেন আপনার প্রিয় ফেসবুকটি আপনার ভীতির কারণ হতে পারে। একটু অসচেতনতা ও অজ্ঞতার ফলে হ্যাক হয়ে যেতে পারে আপনার আইডি বা পাসওয়ার্ড কিংবা অপব্যবহার হতে পারে আপনার আইডির
আপনি কি জানেন আপনার প্রিয় ফেসবুকটি আপনার ভীতির কারণ হতে পারে। একটু অসচেতনতা ও অজ্ঞতার ফলে হ্যাক হয়ে যেতে পারে আপনার আইডি বা পাসওয়ার্ড কিংবা অপব্যবহার হতে পারে আপনার আইডির যেমন ছবি, ভিডিও, ইত্যাদি। তাই নেট ব্যবহারের খুঁটিনাটি বিশেষ করে ফেসবুকের সতর্কতা বিষয়ক জ্ঞান নখ দর্পণে থাকা বাঞ্ছণীয়। তাই চলুন জেনে নিন কি ভাবে করে রক্ষা করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট।
advertisement
এ প্রসঙ্গে বিশিষ্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট গৌতম ভট্টাচার্য তিনি জানান প্রথমেই আপনাকে বিরত থাকতে হবে অচেনা লিংক ওপেন করা থেকে। যার তার যে কোন অপরিচিত সাইটের লিংক ওপেন করতে যাবেন না। এতে সাইবার অপরাধীরা সহজে পেয়ে যেতে পারে আপনার পাসওয়ার্ডটি আর এতেই আপনার ফেসবুক আইডি হ্যাক হবার সম্ভাবনা থাকে।
advertisement
advertisement
আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর নিজের নাম ও হোম এর পাশেই একেবারে উপরের ডান দিকে সেটিংস ক্লিক করুন।এবার সেখান থেকে জেনারেল সেটিংস এ যান, গেলেই দেখবেন অনেকগুলো অপশন আসছে।সেখানকার ইউজার নেম থেকে ইউআরএল এর পরবর্তি অংশ থেকে নিজের নাম মুছে অন্য যে কোন কিছু ব্যবহার করুন। এবার একে একে ই-মেইল ও পাসওয়ার্ড এর জায়গা থেকে বদলে নিতে পারবেন যখন প্রয়োজন।
advertisement
advertisement









