Jio Offer: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দুর্দান্ত অফার আনল জিও; কেনাকাটা, ভ্রমণ, খাওয়াদাওয়ার জন্য মিলবে ২,৯৯৯ টাকার কুপন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Jio Republic Day Offer: ২০২৪-এর ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই অফার। চলবে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
কলকাতা: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নয়া অফার নিয়ে এল জিও। ২,৯৯৯ টাকার রিচার্জ করলেই কেনাকাটা, ভ্রমণ এবং খাওয়াদাওয়ার জন্য মিলবে ৩ হাজার টাকার বেশি মূল্যের বিশেষ কুপন। ২০২৪-এর ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই অফার। চলবে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত। সীমিত সময়ের জন্যই মিলছে এই অফার।
কেনাকাটায় কী ছাড় মিলবে? ক) AJIO-তে ন্যূনতম ২৪৯৯ টাকার কেনাকাটায় মিলবে ৫০০ টাকা ছাড়। খ) Tira-তে ৯৯৯ টাকার বেশি কেনাকাটায় পাওয়া যাবে ৩০ শতাংশ ছাড়। সর্বোচ্চ ছাড় ১০০০ টাকা। গ) রিলায়েন্স ডিজিটাল থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা কেনাকাটায় ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। সর্বোচ্চ ছাড়ের পরিমাণ ১০ হাজার টাকা।
advertisement
advertisement
এবার আসা যাক ভ্রমণে। ইক্সিগো-তে ফ্লাইট বুকিংয়ে ১৫০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে (১ প্যাক্সে ৫০০ টাকা, ২ প্যাক্সে ১০০০ টাকা, ৩ প্যাক্সে ১৫০০ টাকা)।
আর খাবারে ছাড় সবচেয়ে লাভজনক। Swiggy-তে ২৯৯ টাকার অর্ডারে ১২৫ টাকা ছাড় পাওয়া যাবে (X২ কুপন)। জিও জানিয়েছে, রিচার্জ করার সঙ্গে সঙ্গে My Jio অ্যাপে কুপন পেয়ে যাবেন গ্রাহক।
advertisement
জিও-র নতুন গ্রাহক বা যাঁরা ২৯৯৯ টাকার প্ল্যানে রিচার্জ করেন তাঁরাই প্রজাতন্ত্র দিবসে এই অফার পাবেন। গ্রাহকরা অনলাইন বা অফলাইনে অফার চলাকালীন রিচার্জ করতে পারেন।

advertisement
কুপম রিডিম করার পদ্ধতি: রিচার্জ করার পর My Jio অ্যাপের পার্সোনাল অ্যাকাউন্টের ‘কুপন ও উইনিংস’ বিভাগে কুপন চলে আসতে হবে। কেনাকাটা, ভ্রমণ বা খাবার অর্ডারের সময় সেই ট্যাব খুলে কুপন ব্যবহার করা যাবে।
প্রজাতন্ত্র দিবসের এই অফার কাউকে হস্তান্তর করা যাবে না। তবে গ্রাহক তাঁর বন্ধু বা পরিবারের সঙ্গে এই কুপন শেয়ার করতে পারবেন। চাইলে পরিবার বা বন্ধুকে ২৯৯৯ টাকার রিচার্জ উপহার হিসেবেও দেওয়া যায়। এক্ষেত্রে যে নম্বরে রিচার্জ হবে সেই নম্বরের My Jio অ্যাকাউন্টে কুপন জমা পড়বে।
advertisement
আর একটা সুবিধা আছে। সেটা হল, গ্রাহক অফার চলাকালীন একাধিকবার রিচার্জ করতে পারেন। ফলে অনেক কুপন মিলবে। গ্রাহক সবকটি কুপনই ব্যবহার করতে পারবেন। তবে কুপনের আংশিক রিডিমের অনুমতি দেওয়া হয়নি।
advertisement
অ্যাকাউন্টে কুপন এসেছে কি না সেটাও জানা যাবে খুব সহজেই। রিচার্জ করার পর কুপন এলেই এসএমএস চলে আসবে। গ্রাহক My Jio অ্যাপের কুপন ও উইনিংস বিভাগে কুপনের বিশদ বিবরণ দেখত পাবেন।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 17, 2024 8:57 AM IST