Honeymoon Video: মধুচন্দ্রিমায় ব্যক্তিগত মুহূর্তের ঝলক ভাগ করে নিলেন দম্পতি, ‘এর পর কী…’ ! নেটিজেনরা মজলেন হাসি-ঠাট্টায়
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
এখানেই শেষ নয়, ভিডিও-তে ফুলে ফুলে সাজানো বিছানাও দেখিয়েছেন ওই দম্পতি। আর পুরোটাই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
নয়াদিল্লি: প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ভাইরাল হয়, যা কখনও কখনও মজাদার হয়, তো কখনও কখনও আবার মানুষকে হতভম্বও করে দেয়। আবার অনেক সময় এমন অনেক ভিডিও ছড়িয়ে পড়ে, যা দেখে মনে হয় যে, কেউ কীভাবে এই ধরনের বিষয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন! আসলে সোশ্যাল মিডিয়ায় হামেশাই লাইক বা খ্যাতি পাওয়ার প্রতিযোগিতা লেগে থাকে। আর তার জন্য অনেকেই যে কোনও সীমা পার করতে প্রস্তুত থাকেন। এমনকী, এর জন্য নিজের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও-ও ছড়িয়ে দিতে পিছপা হন না তাঁরা।
সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। আসলে এক দম্পতি নিজেদের মধুচন্দ্রিমার ভিডিও তৈরি করে তা শেয়ার করেছেন নেটমাধ্যমেই। যা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন নেটিজেনরা। এমনকী এর পরের আপডেটও জানতে চেয়েছেন তাঁরা।
advertisement
advertisement
ভিডিওটি ওই দম্পতির মধুচন্দ্রিমার ভিডিও। যেখানে স্বামী-স্ত্রীকে বসে থাকতে দেখা যাচ্ছে। ভিডিও-য় ঘরে রাখা ফল দেখা যাচ্ছে। এমনকী টেবিলে রাখা কেক এবং শ্যাম্পেনও চোখে পড়বে। এখানেই শেষ নয়, ভিডিও-তে ফুলে ফুলে সাজানো বিছানাও দেখিয়েছেন ওই দম্পতি। আর পুরোটাই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তাঁরা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে, এই ভিডিওটি শেয়ার করার পরে মানুষের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া আসতে পারে!
advertisement
advertisement
আর স্বাভাবিক ভাবেই এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হতে শুরু করে। তারপরেই সেটা নিয়ে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন নেটিজেনরা। যদিও এটাই প্রথম নয়, এর আগেও বহু দম্পতি এরকম ব্যক্তিগত মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন। আসলে অনেকেই বুঝতে পারেন না যে, বেশ কিছু বিষয় সোশ্যাল মিডিয়ায় না দেখানোই ভাল! সেগুলো ব্যক্তিগত রাখাই উচিত! যাইহোক, ভিডিও ভাইরাল হতেই এক নেটিজেন জানতে চান, “এর পরের দৃশ্যটাও কি আপনারা দেখাবেন?”
advertisement
অনেক সময় মানুষ ভুলে যায় যে, ক্যামেরাবন্দি করা কিছু দৃশ্য ক্ষতির মুখে ফেলতে পারে। আর সোশ্যাল মিডিয়ার যুগে তো মানুষ যা-ই করুক না কেন, তার ঝলক সর্বসমক্ষে তুলে ধরতে ভালবাসে। এর আগেও অবশ্য এক দম্পতি নিজেদের বিয়ের রাতের ভিডিও সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছিলেন। যেখানে তাঁদের একে অপরকে চুম্বন করতে দেখা যায়। এমনকী এ-ও দেখা যাচ্ছে যে, আয়নার সামনে দাঁড়িয়ে মেক-আপ তুলছেন কনে। আর তাঁর বর তাঁকে সেই কাজে সাহায্য করছেন।
Location :
Delhi
First Published :
January 16, 2024 3:27 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Honeymoon Video: মধুচন্দ্রিমায় ব্যক্তিগত মুহূর্তের ঝলক ভাগ করে নিলেন দম্পতি, ‘এর পর কী…’ ! নেটিজেনরা মজলেন হাসি-ঠাট্টায়