Viral Video: ফের শিরোনামে দিল্লি মেট্রো; চলন্ত মেট্রোতেই একে অপরকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হলেন যুগল! ভাইরাল ভিডিও ঘুম ওড়াল নেটিজেনদের

Last Updated:

Delhi Metro Viral Video: অনলাইন প্ল্যাটফর্ম এক্স (পূর্বে ট্যুইটার)-এ @UnapologeticH1 নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে।

চলন্ত মেট্রোতেই একে অপরকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হলেন যুগল! ভাইরাল ভিডিও ঘুম ওড়াল নেটিজেনদের (Representative Image)
চলন্ত মেট্রোতেই একে অপরকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হলেন যুগল! ভাইরাল ভিডিও ঘুম ওড়াল নেটিজেনদের (Representative Image)
নয়াদিল্লি: দেশের রাজধানী শহর দিল্লির মেট্রোর নানা ঘটনা হামেশাই ভাইরাল হয়ে থাকে। তারই মধ্যে ফের খবরের শিরোনামে দিল্লি মেট্রো। কারণ দিন কয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় দিল্লি মেট্রোর অন্য একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভাইরাল এই ভিডিওটির দৈর্ঘ্য মাত্র ১২ সেকেন্ড। আর ওই ছোট দৈর্ঘ্যের ভিডিওটিতে যা দেখা যাচ্ছে, তা দেখে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা!
আসলে মাত্র ১২ সেকেন্ডের ওই ভিডিওটিতে চলন্ত মেট্রোয় এক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে। আর সেই নিয়েই এত হইচই!
advertisement
কী দেখা যাচ্ছে ভিডিওটিতে? দেখা যাচ্ছে, মেট্রোর কামরায় একটি পিলার ধরে দাঁড়িয়ে রয়েছেন প্রেমিক-প্রেমিকা জুটি। ভিডিও-র প্রথমেই তাঁদের একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যেই সমস্ত সীমা পার করে যান তাঁরা। স্থান-কাল ভুলে অন্যান্য যাত্রীদের সামনেই একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খেতে থাকেন ওই যুগল। আর এই দৃশ্যই লুকিয়ে ক্যামেরাবন্দি করেছেন মেট্রোর অন্য এক যাত্রী। পরে তা ইন্টারনেটে পোস্ট হতেই ভাইরাল হতে সময় লাগেনি।
advertisement
অনলাইন প্ল্যাটফর্ম এক্স (পূর্বে ট্যুইটার)-এ @UnapologeticH1 নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। আর যুগলের এহেন কাণ্ডে বেশিরভাগ মানুষই অসন্তোষ প্রকাশ করেছে। এক ব্যবহারকারী তো লিখেছেন, “আচ্ছা আমাকে বলুন যে, এরা এবার মেট্রোতেই কাজ শুরু করল।” অন্য এক নেটাগরিক আবার লেখেন, “আপনারা কী করবেন?” এখানেই শেষ নয়, অসন্তুষ্টির কারণে বহু নেটিজেনই দিল্লি মেট্রোয় ঘটা এই ঘটনায় কড়া পদক্ষেপ করার প্রশ্নও তুলেছেন।
advertisement
আগেও দিল্লি মেট্রোর একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। কয়েক মাস আগেই দিল্লি মেট্রো ব্রিজের একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। সেখানে এক কিশোরকে দুই কিশোরীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছিল। আর সবথেকে আশ্চর্যের বিষয় হল, ওই ছেলেমেয়েরা স্কুল ইউনিফর্ম পরেছিল। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে যে, কেউ পিলারের আড়ালে লুকিয়ে লুকিয়ে ওই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ফের শিরোনামে দিল্লি মেট্রো; চলন্ত মেট্রোতেই একে অপরকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হলেন যুগল! ভাইরাল ভিডিও ঘুম ওড়াল নেটিজেনদের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement